সাতক্ষীরা

সাতক্ষীরা সদরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ডেঙ্গু, মাদক, বাল্যবিবাহ ও গুজব বিরোধী সভা

By daily satkhira

August 07, 2019

নিজস্ব প্রতিবেদক : সচেতন হউন, ডেঙ্গ প্রতিরোধ করুন, নিজ আঙিনা পরিস্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি- এ স্লোগানে সাতক্ষীরা সদর উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসায় ডেঙ্গু, মাদক, বাল্যবিবাহ ও গুজব বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭আগস্ট) সকাল ১১টায় ব্রহ্মরাজপুর ডিবি গার্লস হাইস্কুল হলরুমে অনুষ্ঠিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন, স্কুলের প্রধান শিক্ষক মো. এমাদুল ইসলাম দুলু। প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহিদুর রহমান, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইয়ারুল হক। সহকারী শিক্ষক এসএম শহীদুল ইসলামের পপরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারি প্রধান শিক্ষক অনুজিৎ কুমার মণ্ডল, সহকারি শিক্ষক দেবব্রত ঘোষ, হাফিজুল ইসলাম, অরুন কুমার মণ্ডল প্রমুখ। পরে ভালুকাচাঁদপুর দাখিল মাদ্রাসা, হযরত আবু বকর সিদ্দিক(রাঃ) ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, ভালুকাচাঁদপুর মডেল হাইস্কুল, ডিবি ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়সহ সাতক্ষীরা সদর উপজেলার বিভিন্ন স্কুলে ডেঙ্গু, মাদক, বাল্যবিবাহ ও গুজব বিরোধী আলোচনা সভা করেন সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবুসহ নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে অতিথিগণ শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন। অনুষ্ঠানে বক্তারা ডেঙ্গু আতঙ্কে না থেকে সকলকে সচেতন থাকার আহ্বান জানান।