তালা

তালায় মাস ব্যাপী সিকান্দার মেলা আজ উদ্বোধন : অবৈধ জুয়া ও নগ্নতা বিষয়ে সতর্ক থাকার আহবান

By Daily Satkhira

March 19, 2017

ডেস্ক রিপোর্ট : আজ ১৯ মার্চ রোববার, “তুমি আমার আকাশ থেকে সরাও তোমার ছায়া, তুমি বাংলা ছাড়ো”Ñপ্রখ্যাত ‘বাংলা ছাড়ো’ কবিতার জনক, তালার কৃতি সন্তান, খ্যাতিমান কবি, সাহিত্যিক ও সাংবাদিক সিকান্দার আবু জাফরের ৯৮তম জন্মদিন। এ উপলক্ষ্যে প্রতিবছরের ন্যায় এবারও কবির পৈত্রিক ভিটা উপজেলার তেঁতুলিয়া গ্রামে আলোচনা সভা ও কবির কবর জিয়ারতসহ নানান কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এছাড়া, কবির নিজ গ্রাম উপজেলার তেঁতুলিয়ায় কবি সিকান্দার আবু জাফর স্মরণে সিকান্দার মেলার উদ্বোধন করা হবে। সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা অ্যাকাডেমির আয়োজনে মাসব্যাপী সিকান্দার মেলা চলবে। সাতক্ষীরা-০১ (তালা-কলারোয়া) সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করবেন। এসময় সাতক্ষীরা পুলিশ সুপার মো. আলতাফ হোসেন, কবি পরিবারের সদস্য, সাবেক মন্ত্রী ও জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা সৈয়দ দিদার বখত্, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.এফ.এম এহতেশামূল হক, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার ও তালা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদ হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দীন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। মেলাকে ঘিরে তালাসহ আশপাশের এলাকার মানুষের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। একই সাথে অভিভাবক ও সচেতন মহলের মাঝে উদ্বেগ এবং উৎকণ্ঠাও আছে। এই মেলাকে পুঁজি করে যাতে করে কেউ জুয়া বা নগ্নতার সুযোগ না নিতে পারে সেদিকে সকলকে খেয়াল রাখার দাবি তাদের। সরেজমিনে তেঁতুলিয়া গিয়ে দেখা গেছে, শনিবার জোরে সোরে চলছে মেলার শেষ মুহুর্তের প্রস্তুতি। মেলা উপলক্ষ্যে কর্তৃপক্ষের উদ্যোগে মিনি সার্কাস, যাত্রা, পুুতল নাচ, নাগরদোলা, ফার্নিচারের দোকানসহ নানাবিধ পসরার ব্যবস্থা নেয়া হয়েছে সেখানে। আবারও স্থানীয়ভাবে জোর গুঞ্জন আছে, মেলা মাঠে জুয়া, লটারি ও উলঙ্গ নৃত্য পরিচালনার জন্য কর্তৃপক্ষের কাছ থেকে তালা, খুলনা, নড়াইল ও বাগেরহাট এলাকার মানিক শিকদার ও সাইফুলসহ বড় বড় জুয়াড়িরা এবং অশ্লীল নৃত্য পরিচালনাকারীরা লক্ষ লক্ষ টাকার মিশন নিয়ে মাঠে নেমেছে। এলাকার সচেতন মহল’র অভিযোগ, প্রথিতযশা এই কবির নামকে কলংকিত করতে কোন স্বার্থানেষী মহল যেন এখানে নর্তকীদের উলঙ্গ নৃত্য, অবৈধ লটারি ও জুয়া বোর্ড পরিচালনা করে যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিতে না পারে। উল্লেখ্য, গত বছর অবৈধ ভাবে জুয়া বোর্ড পরিচালনা এবং উলঙ্গ নৃত্য দেখানোর সময় পুলিশ প্রশাসন কঠোর হয়ে ওঠে। প্রশাসন উলঙ্গ নৃত্য বন্ধ করাসহ এক জুয়া স¤্রাটকে আটক করে। একারণে এলাকার সচেতন মহল মেলাটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করাসহ সকল জুয়া, অবৈধ লটারি এবং অশ্লীল উলঙ্গ নৃত্য যেন না চলে সেদিকে জেলা প্রশাসন ও পুলিশ সুপারের সৃদৃষ্টি কামনা করেছেন।