আজকের সেরা

এবার সাতক্ষীরায় ঈদুল আজহা মাতাবে রাজা ও বাবু নামের দুটি গরু

By Daily Satkhira

August 08, 2019

আসাদুজ্জামান: এবারের ঈদুল আজহায় রাজা ও বাবু নামের দুটি গরুতে মাতবে সাতক্ষীরা। রাজা নামের গরুটির ওজন ২৫ মণ ও বাবুর ওজন ২০ মণ। রাজা-বাবুকে নিয়েই এবারের ঈদে স্বপ্ন দেখছেন সাতক্ষীরা সদর উপজেলার গোয়ালপোতা গ্রামের খামারি কৃষ্ণপদ সরকার। দীর্ঘ চার বছর ধরে লালন-পালন করে রাজা ও বাবুকে বড় করে তুলেছেন তিনি। তুলতে চান এবারের পশুর হাটে। খামারি কৃষ্ণপদ সরকার জানান, গরু দুটি দেখতে রাজা ও বাবুর মতো। তারা খাইও রাজা-বাবুর মতো। তাই তিনি নাম দিয়েছেন রাজা ও বাবু। রাজা ও বাবু দু’টো গরুই হলস্টেইন ফ্রিজিয়ান জাতের। ভুষি, শুকনা খড়, কাঁচা ঘাস, কুড়া ইত্যাদি খাইয়ে রাজা ও বাবুকে তিনি বড় করে তুলেছেন। প্রতিদিন তাদের কমপক্ষে তিন বার গোসল করাতে হয়। বছরে তার গরু দু’টির পেছনে আড়াই থেকে তিন লাখ টাকা খরচ হয়। তাই এবারের ঈদে তিনি ন্যায্য দাম পেলে রাজা ও বাবুকে ছেড়ে দিতে চান। তিনি আরও জানান, ইতিমধ্যে ঢাকা থেকে এক ব্যাপারী এসে ১৩ লাখ টাকায় গরু দু’টি কিনতে চাইলেও তিনি বিক্রি কনেনি। সর্ব নিম্নে ২০ লাখের নিচে বিক্রি করলে তার খরচ উঠবে না বলে তিনি আরো জানান। খামারি কৃষ্ণপদ সরকারের দাবি, তার গরু দু’টিই সাতক্ষীরার সবচেয়ে বড় ও বেশি ওজনের গরু। এখন ন্যায্যমূল্যে গরু দু’টি বিক্রি করতে পারলেই তার আশা পূরন হবে বলে তিনি জানান।