আমির হোসেন খান চৌধুরী/হাসান হাদী: মানবতাবিরোধী অপরাধ মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল কর্তৃক গ্রেফতারি পরোয়ানার পলাতক আসামি সাতক্ষীরার কুখ্যাত রাজাকার এম. আবদুল্লাহিল বাকি(১০৩)-কে গ্রেফতার করায় সাতক্ষীরা শহরে আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে মুক্তিযেদ্ধা-জনতা। রাজকার বাকী গ্রেফতারের খবর পেয়ে মুক্তিযোদ্ধা জনতার একটি বিক্ষোভ মিছিল শনিবার রাত ৯টার দিকে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহিদ নাজমুল সরণিস্থ রেড ক্রিসেন্ট কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে। মুক্তিযোদ্ধা সুভাষ সরকারের সভাপতিত্বে ও স্বপন কুমার শীলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইনামুল হক বিশ্বাস, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাসান উল ইসলাম ও অতিরিক্তি পিপি এড. ফাহিমুল হক কিসলু। আনন্দ মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা হাসনে জাহিদ জজ, এড. মোস্তফা নুরুল আলম, মাহবুবর রহমান, মোহম্মদ আলী, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, জেলা সিপিবির সাধারণ সম্পাদক মশিউর রহমান পলাশ, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সদর উপজেলা সাধারণ সম্পাদক আমির হোসেন খান চৌধুরী, সদর উপজেলা আ.লীগের প্রচার সম্পাদক হাসান হাদী, জেলা উদীচি’র সভাপতি সিদ্দীকুর রহমান, পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি শেখ শরিফুল ইসলাম, শ্রমিক ফেডারেশনের মকবুল হোসেন, জাগ্রত সাতীরার সায়েম ফেরদৌস মিতুল, যুব মৈত্রীর বিশ্বনাথ কয়াল, দেবাশীষ মন্ডল, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি সাতক্ষীরা শহর শাখার সাধারণ সম্পাদক ঋওনক বাসার, ছাত্রমৈত্রীর জেলা সভাপতি প্রণয় সরকার প্রমুখ। উল্লেখ্য, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-০১ গত ৮ মার্চ বাকীসহ সাতক্ষীরার তিন রাজাকারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। অন্যদিকে, গ্রেফতারি পরোয়ানা জারিকৃত ওই তিন রাজাকারকে অবিলম্বে আটকের দাবিতে গত ১২মার্চ সাতক্ষীরায় মানববন্ধন ও সমাবেশ করে সাতক্ষীরার মুক্তিযোদ্ধা-জনতা। বাকীর বিরুদ্ধে একাত্তরে একাধিক হত্যাসহ মানবতাবিরোধী অপরাধে নেতৃত্ব দেয়ার অভিযোগ আছে। বাকী তৎকালীন সাতক্ষীরা মহাকুমার রাজাকার বাহিনীর প্রধান ছিলেন। এই কুখ্যাত রাজাকার শিরোমণির গ্রেফতার হওয়ায় এখন তার ফাঁসির রায়ের জন্য প্রহর গুণছে সাতক্ষীরার অসংখ্য শহিদ পরিবার ও নির্যাতিত মুক্তযোদ্ধাগণ।