শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলা সদরের ১নং ভুরুলিয়া ইউনিয়ন পরিষদে পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে গরীব ও অসহায় দুস্থ্য মানুষের মধ্যে পাঁচ হাজার পরিবারের জন্য চাউল বরাদ্দ হয়। সরকারি নিয়ম অনুযায়ী পরিবার প্রতি ১৫ কেজি চাউল বিতরনের কথা থাকলেও নিয়মের তোয়াক্কা না করে ১৫ কেজি চাউল এর পরিবর্তে ৭-১১ কেজি চাউল দেওয়ার অভিযোগ করছিলেন এলাকাবাসী। কয়েক জন উপজেলা চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন ও উপজেলা ভাইস চেয়ারম্যান সাঈদ উজ জ্জামান সাঈদ কে সরাসরি অভিযোগ করে এবং মুঠোফোনে অভিযোগের খবর পেয়ে উপজেলা পরিষদের ২ জন ভাইস চেয়ারম্যান ও স্থানীয় দলীয় নেতৃবৃন্দ সহ সরজমিনে উপস্থিত হয়ে ঘটনার সত্যতা পান উপজেলা চেয়ারম্যান। পরে থানা পুলিশের সহয়তায় পরিপত্র মোতাবেক ১৫ কেজি চাউল বিতরন করেন। প্রতি বস্তায় ৩০ কেজি থাকায় ১ বস্তা চাউল না খুলে ২ জন কে দেওয়ার কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাওলানা ফারুক হোসেন, ইউনিয়ন পরিষদ সদস্য ও মহিলা সদস্য, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম লাভলু, উপজেলা তাঁতী লীগের সভাপতি আব্দুল-আল মামুন, সাধারণ সম্পাদক মেহেদী হাসান মারুফ, ইউনিয়ন তাঁতী লীগের সভাপতি আবুল হোসেন, সাঈদ সহ চাউল নিতে আসা কয়েক হাজার নারী পুরুষ উপস্থিত ছিলেন।