আন্তর্জাতিক

ভারতের কেরালায় ভয়াবহ বন্যায় নিহত ৭৬

By Daily Satkhira

August 12, 2019

বিদেশের খবর: ক্রমেই ভয়াল আকার ধারণ করছে ভারতের কেরালার বন্যা পরিস্থিতি। ইতিমধ্যে কেরালায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৬ জনে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত ওয়ানাড, মালাপ্পুরম ও কোঝিকোড় অঞ্চল।

ভারতের কংগ্রেস দলের নেতা রাহুল গান্ধী রবিবার নিজে কেন্দ্র ওয়ানাডের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে যান। এরপর আজ সোমবার নিজে হাতে ত্রাণ বিলি করার পাশাপাশি মানুষের কাছে কেরালার জন্য ত্রাণ পাঠানোর আবেদন জানিয়েছেন।

ওয়ানাডের সাংসদ রাহুল কাথইয়াপোইল ত্রাণশিবির পরিদর্শনে যান। সেখানে বন্যা দুর্গতদের সঙ্গে দেখা করার পাশাপাশি ত্রাণও বিলি করেন।

তিনি বলেন, আপনাদের সাংসদ হিসেবে আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। যত দ্রুত সম্ভব আপনাদের সাহায্যের জন্য আহ্বান জানিয়েছি। প্রধানমন্ত্রীকে ফোন করে এই দুর্দশার কথা জানিয়েছি। কেন্দ্রের সাহায্য প্রার্থনা করেছি তাঁর কাছে।

কেরালার প্রবল বন্যা ও রবিবারের ধসে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠে। দেশটির বিপর্যয় ব্যবস্থাপনা দপ্তর জানায়, এখনও ৩২ জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ইদুক্কি, মালাপ্পুরম ও কোঝিকোড়েতে আরও বৃষ্টির আশঙ্কায় জারি হয়েছে রেড এলার্ট।