জাতীয়

ডেঙ্গু রোধে বাসাবাড়ি ও আশপাশ পরিচ্ছন্ন রাখাতে রাষ্ট্রপতির আহ্বান

By Daily Satkhira

August 12, 2019

দেশের খবর: ডেঙ্গু প্রতিরোধে বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

রাষ্ট্রপতি বলেন, ‘এবারের ঈদুল আজহা এমন একটা সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন দেশব্যাপী ডেঙ্গুর প্রকোপ ছড়িয়ে পড়েছে। কোরবানির পর বর্জ্য যত্রতত্র ছড়িয়ে-ছিটিয়ে থাকলে এডিস মশার উপদ্রব আরো বেড়ে যেতে পারে।’

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ সোমবার বঙ্গভবনে এক শুভেচ্ছা বক্তব্যে রাষ্ট্রপতি আরো বলেন, ‘তাই নিজ দায়িত্বে কোরবানির বর্জ্য নির্ধারিত স্থানে ফেলতে হবে এবং বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সবাইকে উদ্বুদ্ধ করতে হবে।’

কোরবানি মানুষকে ত্যাগের পাশাপাশি ধৈর্য ধারণের শিক্ষা দেয় উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ‘কোরবানির মর্ম অনুধাবন করে সমাজে শান্তি ও সাম্য প্রতিষ্ঠায় আমাদের সংযম ও ত্যাগের মানসিকতায় উজ্জীবিত হতে হবে।’

ঈদের আনন্দ যাতে অন্যের জন্য বিষাদের কারণ না হয়, সেদিকেও খেয়াল রাখার পরামর্শ দিয়ে রাষ্ট্রপতি বলেন, ‘ডেঙ্গু নিয়ে আতঙ্কিত না হয়ে নিজেরা সচেতন হলেই ডেঙ্গু প্রতিরোধ সম্ভব।’

রাষ্ট্রপতি আরো বলেন, ‘বন্যায় দেশের বিভিন্ন অঞ্চলের বানভাসি মানুষ নানা প্রতিকূলতার মধ্যে দিনাতিপাত করছে। বিরূপ পরিবেশের কারণে তারা ঈদের আনন্দ থেকে বঞ্চিত হচ্ছে।’

‘তাই বানভাসি মানুষের দুঃখ-দুর্দশা লাঘবে সামর্থ্যবান সবাইকে এগিয়ে আসার জন্য আমি উদাত্ত আহ্বান জানাই,’ যোগ করেন রাষ্ট্রপতি। সবশেষে ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আজহা যেন সবার জন্য সুখ, শান্তি ও কল্যাণ বয়ে আনে, আল্লাহর দরবারে সে প্রার্থনা করেন তিনি।