নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় ডেঙ্গু নিয়ন্ত্রণে আমরা সক্ষম হয়েছি। এপর্যন্ত সাতক্ষীরায় প্রায় ১৭০ জন ডেঙ্গু রোগী সনাক্ত হয়েছে। এদের অধিকাংশই ঢাকা থেকে এসেছে। তবে ঢাকার এডিস মশা যে ভাইরাস বহন করে সাতক্ষীরার মশাগুলো কিন্তু ততটা বহন করে না। যা সাতক্ষীরাবাসীর জন্য অনেক ভালো। বুধবার সকালে সাতক্ষীরা সদর হাসপাতালে অনুষ্ঠিত এক সভায় এসব কথা বলেন, সাবেক স্বাস্থ্যমন্ত্রী, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ডা.আ ফ ম রুহুল হক এমপি।
এসময় তিনি আরো বলেন, ডেঙ্গু ভাইরাস নিয়ে যে সব রোগী সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি হয়েছিলো তাদের মধ্যে অনেকেই চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। তারপর ডেঙ্গু মোকাবেলায় সকলে সচেতন হয়ে বাড়ির আঙ্গিনায় ডবের খোলা, ফুলের টব, প্লাস্টিকের পাত্র, ভাঙ্গা হাড়ি-পাতিল, ভাঙ্গা কলস, পরিত্যাক্ত টায়ার, এসি ও ফ্রিজের তলায় জমে থাকা পানি নিজ উদ্যোগে পরিস্কার করতে হবে। সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ আবু শাহীনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সভাপতি মুনসুর আহমেদ, যুগ্ম সম্পাদক ও সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যানার্জী, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপি, জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও দৈনিক পত্রদূতের সম্পাদক লায়লা পারভীন সেজুতি, ডেইলি সাতক্ষীরার সম্পাদক হাফিজুর রহমান মাসুম, সাতক্ষীরা সদর হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডাঃ আসাদুজ্জামান, আর এম ও ডাঃ হাফিজুল্লাহ, ডাঃ শিমুল প্রমুখ। এরআগে ডাঃ রুহুল হক সাতক্ষীরা সদর হাসপাতালের ডেঙ্গু পরিস্থিতি সরেজমিন পর্যবেক্ষণ করেন এবং ডেঙ্গু রোগীর আত্মীয়স্বজনের সাথে কথা বলেন।