নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা পরিষদের আয়োজনে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষ্যে আলোচনাসভা, দোয়া মাহফিল, বৃক্ষরোপন ও খাদ্য বিতরণ করা হয়। বৃহস্পতিবার সকাল ১১টায় সাতক্ষীরা জেলা পরিষদ হলরুমে শোক দিবসের আলোচনাসভায় সভাপতিত্ব করেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ছাদেকুর রহমান। প্রধান অতিথি ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ মোঃ নজরুল ইসলাম। জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা খলিলুর রহমানের পরিচালনায় আলোচনাসভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আবু আহমেদ, সাতক্ষীরা এন এস আই এর নবাগত উপ-পরিচালক জাকির হোসেন, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম শওকত হোসেন, সাধারণ সম্পাদক শাহাজান আলী, জেলা পরিষদ সদস্য মহিতুর রহমান, আসাদুর রহমান সেলিম, এড. শাহাজান পারভীন মিলি, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এস এম আশিকুর রহমান প্রমুখ। এর আগে জেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন অতিথিবৃন্দ। এছাড়া বাদ যোহর বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া এবং খাদ্য বিতরণ করা হয়।