কলারোয়া

কলারোয়ায় দুটি বিদ্যালয় পরিদর্শন করেন গণশিক্ষা মন্ত্রী

By daily satkhira

March 19, 2017

কলারোয়া প্রতিনিধি : রোববার বেলা ১২টায় কলারোয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ও রঘুনাথুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এ্যাড. মোস্তাফিজুর রহমান। তিনি এসময় বিদ্যালয়ের সকল ক্লাস রুম ঘুরে দেখে সন্তোষ  প্রকাশ করেন। এসময় মন্ত্রী বলেন, শিক্ষার্থীরা যেন এক একটি পরিবার, সমাজ ও দেশের কল্যাণে তারা আসতে পারে, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত। সকল শিক্ষকদের শিক্ষার্থীদের প্রতি মনোযোগ হতে হবে। তবেই দেশ বঙ্গবন্ধুর সোনার বাংলায় পরিণত হবে। এসময় উপস্থিত ছিলেন, কলারোয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান আরাফাত হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, ডেপুটি কমান্ডার আবুল হোসেন, সাংগঠনিক কমান্ডার সৈয়দ আলী, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আকবার হোসেন, সহকারী শিক্ষা অফিসার আলমগীর হোসেন, দুলাল সরকার, রবিশংকর, নাজমুল হাসান, সহকারী ইনেন্সট্যাক্টর সঞ্জয় কুমার রায়, কলারোয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মুজিবুর রহমান, কলারোয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শিক্ষক জুলফিকারুজ্জামান জিল্লু, সহ-সভাপতি কেএম আনিছুর রহমান, কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী পলাশ, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক জুলফিকার আলী, বিশিষ্ট ব্যবসায়ী সবুজ, শিক্ষক সিরাজুল ইসলাম সিরাজ, শিক্ষক আরিফুজ্জামান কাকন, কলারোয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক শাহিদা খাতুন, ফেরদৌসী পারভীন, সুলতানা কামরুন্নেছা, লাছমিনা খাতুন, শিরিনা সুলতানা, সৈয়দ রিক্তা খানম, আনোয়ারা খাতুন, রবিউল ইসলাম, নাসরিন সুলতানা, তহমিনা সুলতানা, রাবেয়া বছরী, রঘুনাথুর সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক মনোয়ারা খাতুন, আনজুয়ারা পারভীন, আয়নুন্নাহারা, নাছিমা পারভীন, ইয়াস মিনারা পারভীন, হোসনেয়া খাতুন প্রমুখ। গণশিক্ষা মন্ত্রী কলারোয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আসবাবপত্র ক্রয় ও একটি টিন সেট গোল চত্বর করার জন্য ১লাখ ৮০ হাজার টাকার বরাদ্ধ দেওয়ার প্রতিশ্র“তি দিয়েছেন।