দেবহাটা

 দেবহাটায় নানা আয়োজনে ৪৪তম জাতীয় শোক দিবস পালিত

By daily satkhira

August 15, 2019

দেবহাটা ব্যুরো : হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস নানা আয়োজনে দেবহাটায় পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে একটি শোক র‌্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক স্বাস্থ্য মন্ত্রী আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য অধ্যাপক ডাঃ রুহুল হক এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দেবহাটার কৃতি সন্তান বানিজ্য মন্ত্রনালয়ের উপ-সচিব আলমগীর হোসেন, দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি খালিদ হাসান নয়ন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জি.এম স্পর্শ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ইয়াছিন আলী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বদরুজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার, উপজেলা শিক্ষা কর্মকর্তা প্রনব কুমার মল্লিক, প্রধান শিক্ষক মদন মোহন পাল প্রমুখ। দেবহাটা প্রেসক্লাব: দেবহাটা প্রেসক্লাবে নানা আয়োজনে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৫টায় প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটুর সভাপতিত্বে সাধারন সম্পাদক আর.কে.বাপ্পার সঞ্চালনায় বক্তব্য রাখেন সহ-সভাপতি আকতার হোসেন ডাবলু, আবু হুরাইরা, সাংগঠনিক সম্পাদক মীর খায়রুল আলম, কোষাধ্যক্ষ কে.এম রেজাউল করিম, দপ্তর সম্পাদক আজিজুল হক আরিফ, ক্রীড়া ও সাংষ্কৃতিক সম্পাদক আরাফাত হোসেন লিটন, কার্যনির্বাহী সদস্য এম.এ মামুন, মোমিনুর রহমান, আব্দুল আলিম মিঠু, মোসলেম আলী, সাইফুল ইসলাম নিরব, আব্দুস সামাদ, সাংবাদিক ফরহাদ হোসেন সবুজ প্রমুখ। সরকারি কেবিএ কলেজ: দেবহাটা উপজেলাধীন ঐতিহ্যবাহী সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের ব্যবস্থাপনায় ১৫ আগস্ট’১৯ বৃহস্পতিবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সকাল থেকে কলেজে আলোচনা সভা, দিবস ও বঙ্গবন্ধু সম্পর্কে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও দোয়া অনুষ্ঠান হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ রিয়াজুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ আলহাজ আব্দুল মজিদ, সহকারি অধ্যাপক পবিত্র মোহন দাশ, আজহারুল ইসলাম, শেখ মিজানুর রহমান, আব্দুল আজিজ, শহীদুল ইসলাম, প্রভাষক আলহাজ্জ মনিরুল ইসলাম, আকরাম হোসেন, আলহাজ্জ মাসুদ করিম, আব্দুর রহমান, মনিরুজ্জামান (মহসিন), রনজন কুমার মন্ডল, শচীন্দ্র নাথ মন্ডল, দৌলতুন্নেছা পারুল, রিতা রানী, রাবেয়া খাতুন, প্রদীপ কুমার মন্ডল, আবু তালেব, আসাদুজ্জামান, রফিকুল ইসলাম, আত্তাবুজ্জামান, নৃপেন্দ্র নাথ স্বর্ণকার সহ অন্যান্য শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ। সখিপুর হাইস্কুল: দেবহাটায় সখিপুর মাধ্যমিক বিদ্যালয় বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। আলোচনা সভায় সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ তহিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক স্বাস্থ্য মন্ত্রী আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মন্ডলির সদস্য অধ্যাপক ডাঃ রুহুল হক এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মুজিবর রহমান, সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইয়াকুব আলী, আলমগীর কবির, নির্মল কুমার গাইন, শাহিনা আখতার, রেকসোনা তরফদার, মনিকা রানী বসু প্রমুখ। ঈদগাহ সরকারী প্রাথমিক বিদ্যালয়: দেবহাটার ঈদগাহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শোক দিবসের র‌্যালী, আলোচনা সভা, চিত্র অংকন ও রচনা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হারুন-আর-রশিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন সখিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুর রব লিট,ু বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ^জিৎ কুমার মন্ডল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শিক্ষক আক্তার রেজা বাবুল, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তৈহিদ হোসেন, দেবহাটা কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহছানউল্লাহ কল্লোল প্রমূখ। সমগ্র অনুষ্টানটি পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইফুল্লাহ-আল-তারিক। সখিপুর ইউনিয়ন পরিষদ: সখিপুর ইউনিয়নে ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত হয়। এসময় উপস্থিত ছিলেন ইউপি সচিব গোলাম রব্বানী, ইউপি সদস্য মোকলেছুর রহমান, আকবর আলী, পরিতোষ বিশ্বাস, আব্দুল করিম, জগন্নাথ মন্ডল, মোনাজাত আলী, আবুল হোসেন, হাফিজুল ইসলাম, রেহেনা ইসলাম, আলফাতুন নেছা, আরতী রানী ঘোষ সহ গ্রাম পুলিশ বৃন্দ। ঈদগাহ বাজার: সখিপুরের ঈদগাহ বাজারে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল হান্নানের নের্তৃত্বে ৭ ও ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের আয়োজনে পালিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সরদার আমজাদ হোসেন, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি হারুন-অর-রশিদ, ৭নং ওয়ার্ড আওয়ামীলীগৈর সাধারণ সম্পাদক আরশাদ আলী, ইউপি সদস্য মোনাজাত আলী, ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুর রব লিটু, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন বাচ্চু প্রমুখ। উপজেলা পরিষদ মোড়: উপজেলা পরিষদ মোড়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। সাবেক উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রউফের আয়োজনে ও সার্বিক সহযোগীতায় কুরাআন খতম, দোয়া অনুষ্ঠান ও তাবারক বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, সখিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সরদার আমজাদ হোসেন, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, দেবহাটা সদর ইউনিয়নের শ্রমিক লীগের সভাপতি রাজিব হোসেন জজ। এছাড়া উপস্থিত ছিলেন হায়দার আলী, আলহাজ¦ আবুল হোসেন, মোবারক আলী, অরবিন্দু রায়, মোহন দাশ, মোছা করিম, রাকিব হোসেন, চয়ন প্রমূখ। পারুলিয়া শহীদ আবু রায়হান চত্বর: পারুলিয়ায় শহীদ আবু রায়হান চত্বরে ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আরশাদ আলী, সাবেক উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনি, সখিপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মহব্বত আলী, আওয়ামীলীগ নেতা ময়না, রাজা, আবুল কাশেম নুন, ডা: আজিজুল ইসলাম প্রমুখ। পারুলিয়া ইউনিয়ন পরিষদ: পারুলিয়া ইউনিয়ন পরিষদে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউপি সদস্য ফরহাদ হোসেন হিরা, সালাউদ্দিন সরাফি, গোলাম ফারুক হোসেন, সাহেব আলী, শহিদুল্লাহ গাজী, বানু আল কাদেরী, হামিদা পারভীন, নারগিছ পারভীন, হামিদা পারভীন প্রমুখ। পারুলিয়া বিশ^াস বাড়ী: পারুলিয়া বিশ^াস বাড়ীতে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলামের নের্তৃত্বে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা লিটু, রায়হান, আব্দুল্লাহ, গফ্ফার মল্লিক, হাসান, হান্নান, হিম, সামাদ. হামিদ প্রমুখ। খেজুর বাড়ীয়া: পারুলিয়া খেজুর বাড়ীয়ায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে। ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম রফিকের নের্তৃত্বে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক রশীদুল আলম রশীদ, সহ-সভাপতি জনাব আলী, সদস্য ঈশা, রফিকুল ইসলাম, আবুল হোসেন, নওয়াব আলী, এলেম, আলাল, গোলাম, হাফিজুল ইসলাম প্রমুখ।