কালিগঞ্জ

নলতায় বঙ্গবন্ধু’র ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী পালন

By daily satkhira

August 15, 2019

তরিকুল ইসলাম লাভলু : শোকাবহ ১৫ আগষ্ট। জাতীয় শোক দিবস। বাঙালি জাতির শোকের দিন। স্বাধীনতার স্থপতি,হাজার বছরের শ্রেষ্ট বাঙালী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি তারিকুল ইসলামের তত্ত্বাবধানে নলতা ইউনিয়ন আওয়ামীলীগ ও সকল অঙ্গসংগঠনের আয়োজনে নলতা হাটখোলায় জাতীয় ও কালো পতাকা উত্তোলন,বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পণ, ১মিনিট নিরবতা পালন, শোক র‌্যালি,আলোচনা সভা,স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে নলতা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্জ আনিছুজ্জামান খোকনের সভাপতিত্বে জাতীয় ও কালোপতাকা উত্তোলন ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করার পর শোক র‌্যালি নলতা হাটখোলা থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নলতা হাটখোলায় এসে আলোচনা সভায় মিলিত হয়। উক্ত র‌্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, নলতা ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ও সমাজ সেবক তারিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসেন পাড়, ৬নং ওয়ার্ড সভাপতি এ্যাডঃ আঃ জব্বার, ৪নং ওয়ার্ড সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, কালিগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান, কালিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফিরোজ শাহরিয়ার, নলতা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পাড়, তরিকুল ইসলামসহ আওয়ামীলীগ ও সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ। এছাড়াও নলতা ইউনিয়নের স্কুল,কলেজ, মাদ্রাসাসহবিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।