জাতীয়

পেদোন্নতি পেয়ে অতিরিক্ত ডিআইজি হলেন ২০ পুলিশ সুপার

By Daily Satkhira

August 18, 2019

দেশের খবর: পুলিশ সুপার পদমর্যাদার ২০ কর্মকর্তাকে অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। রবিবার (১৮ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

পদোন্নতি দিয়ে অতিরিক্ত ডিআইজিদের পুলিশ হেডকোয়ার্টাসের ন্যস্ত করার পাশাপাশি পৃথক এক আদেশে তাদের নতুন করে পদায়নও করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নৌ-পুলিশের চলতি দায়িত্বে থাকা অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমানকে পদোন্নতি দিয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার, রাজশাহী মেট্রোপলিটন পুলিশেল উপ-পুলিশ কমিশনার তানভীর হায়দার চৌধুরীকে পদোন্নতি দিয়ে হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি, খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার এসএম ফজলুর রহমানকে একই ইউনিটে অতিরিক্ত কমিশনার হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি কামরুল আহসানকে সিআইডির অতিরিক্ত ডিআইজি, পুলিশের বিশেষ শাখা এসবি’র বিশেষ পুলিশ সুপার প্রলয় চিসিমকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার, এসবি’র বিশেষ পুলিশ সুপার আইনুল বারীকে এসবির অতিরিক্ত ডিআইজি, বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার হাবিবুর রহমান খানকে খুলনার পুলিশ ট্রেনিং সেন্টারের অতিরিক্ত ডিআইজি, পিবিআইয়ের পুলিশ সুপার আবুল কালাম আজাদকে রংপুর পুলিশ ট্রোনিং সেন্টারের অতিরিক্ত ডিআইজি, নওগাঁ জেলার পুলিশ সুপার ইকবাল হোসেনকে রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়েছে, শিল্পঞ্চল পুলিশের পুলিশ সুপার গোলাম রউফ খানকে পিবিআইয়ের অতিরক্ত ডিআইজি, পুলিশ হেডকোয়ার্টার্সের পুলিশ সুপার শফিকুল ইসলামকে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার, পুলিশ হেড কোয়ার্টাসের এআইজি শামীম বেগমকে টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারের অতিরিক্ত ডিআইজি, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার সালমা বেগমকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরক্ত কমিশনার ও মিরাজ উদ্দিন আহম্মেদকে রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি, নৌ-পুলিশের পুলিশ সুপার এ কে এম এহসান উল্লাহকে বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি, ঢাকা জেলার পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমানকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার, টিঅ্যান্ডআইএম-এর পুলিশ সুপার মোহাম্মদ তবারক উল্লাহকে একই শাখায় অতিরিক্ত ডিআইজি, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলামকে নৌ-পুলিশের অতিরিক্ত ডিআইজি, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিমশনার এস এম মোস্তাক আহমেদকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার ও চাঁদপুর জেলার পুলিশ সুপার জিহাদুল কবিরকে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।