আসাদুজ্জামান : সাতক্ষীরা সদর হাসপাতালে নষ্ট হচ্ছে কোটি কোটি টাকা মূল্যের চিকিৎসা সরঞ্জাম। আর এর জন্য সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের আন্তরিকতার অভাবকেই দায়ী করছেন নাগরিক সমাজের প্রতিনিধিগণ। সাতক্ষীরা সদর হাসপাতালে সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর ধরে নষ্ট হয়ে পড়ে আছে এই হাসপাতালের ইটিটি মেশিন দুইটি। প্রায় একই সময় ধরে নষ্ট হয়ে আছে ইকো কার্ডিওগ্রাম দুটিও। এছাড়া চারটি আল্ট্রাসনো মেশিনের মধ্যে তিনটি, ১৮টি সাকার মেশিনের মধ্যে ১৩টি, ছয়টি ইসিজির মধ্যে তিনটি, পাঁচটি আনেসথেশিয়া মেশিনের মধ্যে চারটি, চারটি কার্ডিয়াক মনিটরের মধ্যে দুইটি, ছয়টি এক্স-রে মেশিনের মধ্যে চারটি, তিনটি অ্যাম্বুলেন্সের মধ্যে একটি, সিসিইউ’র চারটি এসির মধ্যে দুইটি ও বিদ্যমান একটি বায়ো কেমিস্ট অ্যানালাইজার দীর্ঘদিন ধরে নষ্ট হয়ে পড়ে আছে। আর এভাবেই দীর্ঘদিন মেরামতের অভাবে সাতক্ষীরা সদর হাসপাতালে নষ্ট হচ্ছে কোটি কোটি টাকা মূল্যের চিকিৎসা সরঞ্জাম। সাতক্ষীরা সদর উপজেলার বাবুলিয়া গ্রামের সুরত আলী হাসপাতাল মোড়ের একটি ডায়াগস্টিক সেন্টারের ক্যাশ কাউন্টারে দাড়িয়ে দেনদরবার করছিলেন পরীক্ষা-নিরীক্ষার বিল কমানোর জন্য। কিন্তু ডায়াগস্টিক সেন্টার কর্তৃপক্ষ টাকা কমাতে নারাজ। এ প্রসঙ্গে জানতে চাইলে সুরত আলী বলেন, ‘ভাই যে পরীক্ষা সদর হাসপাতালে ১২০০ টাকা। সেই পরীক্ষা এখানে ২৫০০ টাকা। একটু কম নিতে বলছি, কিন্তু এরা তা নিচ্ছে না।’ সাতক্ষীরা সদর হাসপাতালে পরীক্ষা করালেন না কেন, এমন প্রশ্নের উত্তরে তিনি আরো বলেন, ‘সদর হাসপাতালের মেশিন নষ্ট। তাই ডাক্তার সাহেব বাইরে থেকে পরীক্ষাগুলো করাতে বলেছেন। কিন্তু এতো টাকা কোথায় পাবো ?’ তবে, বাইরে থেকে পরীক্ষা নিরীক্ষা করাতে একদিকে যেমন সাধারণ রোগীদের দুই থেকে তিনগুণ বেশি অর্থ ব্যয় করতে হচ্ছে, তেমনি সংশ্লিষ্টদের অবহেলায় নষ্ট হচ্ছে সরকারি সম্পদ। এ প্রসঙ্গে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির সভাপতি আনিছুর রহিম সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে বলেন, সাধারণ মানুষকে পায়ে পায়ে হয়রানি ও দুর্ভোগ পোহাতে হয়। অথচ কর্তৃপক্ষ একুট আন্তরিক হলে চিকিৎসা সরঞ্জামগুলো এতো দিন নষ্ট হয়ে পড়ে থাকতো না। সাধারণ মানুষকেও হয়রানি-দুর্ভোগের পাশাপাশি অতিরিক্ত অর্থ ব্যয় করতে হতো না। এ ব্যাপারে সাতক্ষীরার সিভিল সার্জন ডা. তহিদুর রহমান জানান, তিনি গত ১৩ মার্চ সাতক্ষীরা সদর হাসপাতালে যোগদান করেছেন। এসেই তিনি জানার চেষ্টা করেছেন, কোথায় কি সমস্যা রয়েছে। চলতি মাসেই বিদ্যমান সমস্যা সমাধানে তিনি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানাবেন বলে জানালেন এই কর্মকর্তা। খুব দ্রুত স্বাস্থ্য সেবায় সাতক্ষীরা এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।