ফিচার

সাতক্ষীরার বিশিষ্ট চিত্রশিল্পী ঈষিকার এম এ জলিল আর নেই

By Daily Satkhira

August 20, 2019

ডেস্ক রিপোর্ট: থেমে গেল ঈষিকার অর্কেস্ট্রা! চলে গেলেন প্রখ্যাত চিত্রশিল্পী এম এ জলিল। সাতক্ষীরা শহরকে রাতের নিদ্রায় মগ্ন রেখে তিনি চলে গেলেন চির নিদ্রায়।

শিল্পী জলিলের নামাজে জানাজা আজ মঙ্গলবার দুপুর ২ টায় সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কে অনুষ্ঠিত হবে।

সোমবার দিবাগত রাত তিনটার দিকে সাতক্ষীরা  সিবি হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ঈষিকা কমার্শিয়াল আর্ট এর স্বত্বাধিকারী বিশিষ্ট চিত্রশিল্পী এম এ জলিল মৃত্যুবরণ করেছেন(ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)। উল্লেখ্য, কয়েক মাস আগে তার পেটের নাড়িতে অপারেশন করা হয়েছিল।  গতকাল সোমবার বিকালে পুনরায় অসুস্থ হলে তাকে সাতক্ষীরা সিবি হসপিটালে ভর্তি করা হয়। রাত দশটার দিকে আবারও তার অপারেশন করা হয়। চিকিৎসকরা তার অপারেশন সাকসেসফুল হয়েছিল বলে জানিয়েছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। তিনি দুই পুত্রের জনক। তার  স্ত্রী তথ্য অধিদপ্তরে চাকরি করেন।

তার মৃত্যুতে সাতক্ষীরার শিল্প, সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।