আসাদুজ্জামান: সাতক্ষীরা সীমান্তে টহলরত বিজিবি সুবেদার নজরুল ইসলাম হত্যা মামলায় পলাতক আসামি হাবিবুল ইসলাম হাবিব মঙ্গলবার আদালতে আত্মসমর্পন করেছে। আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। মামলার বিবরন দিয়ে আদালতের পুলিশ পরিদর্শক অমল কুমার জানান, ২০১৪ সালের ৬ নভেম্বর সাতক্ষীরার ভোমরা সীমান্তের লক্ষ্মিদাঁড়ি বেড়িবাঁধের ওপর টহলে ছিলেন বিজিবির ভোমরা কোম্পানি কমান্ডার সুবেদার নজরুল ইসলাম। এ সময় ফেনসিডিলসহ মাহমুদপুর গ্রামের জাহাঙ্গির হোসেনের ছেলে আনোয়ার হোসেন পলাশ ও বাটকেখালির তবারকের ছেলে রনি মোল্লা হাতেনাতে ধরা পড়ে। তাদের পক্ষ নিয়ে ছবি তুলবার নাম করে দিগন্ত টিভি ও নয়া দিগন্ত পত্রিকার সাংবাদিক পরিচয়ে আরও দুই যুবক হাবিবুল ইসলাম হাবিব ও মো. রিয়াজ বিজিবির সাথে তর্কে লিপ্ত হয়। এক পর্যায়ে তারা বিজিবি সুবেদার নজরুলের নি¤œাঙ্গে সজোরে লাথি মারলে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ সময় তারা পালিয়ে যায়। পরিদর্শক অমল কুমার আরও জানান, এ ঘটনায় দীর্ঘদিন পালিয়ে থাকার পর আজ হাবিবুল ইসলাম হাবিব অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবিরের আদালতে আত্মসমর্পন করে। আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।