শ্যামনগর

নুরনগরে ইমপ্রেস আইটি ইনস্টিটিউট সফলতার মুখ দেখলো

By daily satkhira

August 20, 2019

পলাশ দেবনাথ নুরনগর : শ্যামনগর উপজেলার নুরনগর বাজার সংলগ্নে গড়ে ওঠা ইমপ্রেস আইটি ইনস্টিটিউট টি সফলতার মুখ দেখলো। বিগত কয়েক মাস আগে অত্র এলাকার শিক্ষিত বেকার যুবকদের স্বাবলম্বী করার প্রত্যয় নিয়ে আত্ম প্রকাশ করে উক্ত প্রতিষ্ঠানটি। শুরুতেই মাত্র কয়েক জন কলেজ পড়–য়া ছাত্রদের নিয়ে হাটি হাটি করে চলছিল প্রতিষ্ঠানটি। এর মধ্যেই সফলতার মুখ দেখেছে কয়েক জন ছাত্র। সদ্য সফলতা পাওয়া অত্র ইনস্টিটিউট এর ছাত্র বাপ্পি দেবনাথ,অরুপ দেবনাথ ও নুরমোহাম্মদ এর সাথে কথা বলে যানা যায়, তারা উক্ত ইনস্টিটিউটে মাত্র চার মাসের গ্রাফিক ডিজাইন কোর্সের দুই-তিন মাস না যেতেই তারা অনলাইন বিভিন্ন মার্কেট প্লেসে সফলতার সাথে কাজ করছে এবং নিজেদেরকে আর্থিক ভাবে স্বাবলম্বী করছে। তারা খুশিতে তাদের প্রথম আয়ের টাকা দিয়ে অত্র প্রতিষ্ঠানের সকলকে মিষ্টি মুখ করিয়েছে। তারা বলে এভাবে স্বল্প সময়ে আমাদের মত গ্রাফিক ডিজাইন শিখে নিজের ক্যারিয়ার গড়া সম্ভব বলে মনে করে তারা। বর্তমান সময়ে বিশ্বের প্রর্তেকটি প্রান্তে গ্রাফিক ডিজাইনের অফুরন্ত চাহিদার কারনে অতি সহজেই গরীব মেধাবী ছাত্ররা সামান্য টাকা খরচ করে এ প্রশিক্ষণ নিয়ে নিজেকে স্বাবলম্বী করতে পারে বলে অভিমত ব্যাক্ত করেছেন প্রতিষ্ঠানটির পরিচালকগন। এছাড়া পরিচালকগন সাংবাদিকদের বলেন বেকার শিক্ষিত যুবকদের ভাগ্য উন্নয়নে কাছ করছি, শুধু অত্র এলাকা নয় সমগ্র সাতক্ষীরা জেলার বিভিন্ন এলাকা থেকে শাড়া পাচ্ছি, আমাদের সাথে প্রতিনিয়ত জেলার অনেকেই যুক্ত হচ্ছে। আমরা তাদেরকে হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে ক্যারিয়ার গড়ার পথ সুগম করছি এবং আমাদের এ প্রচেষ্টা অব্যহত থাকবে।