প্রেস বিজ্ঞপ্তি : ২০০৪ সালের ২১ শে আগস্ট রাষ্ট্রনায়ক শেখ হাসিনা এবং বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃবৃন্দকে হত্যার উদ্দেশ্যে বিএনপি জামাত জোট সরকারের পৃষ্ঠপোষকতায় বর্বরোচিত গ্রেনেড হামলায় জড়িতদের ফাঁসির রায় কার্যকর করার দাবীতে বিক্ষোভ মিছিল এবং হামলায় সকল শহীদদের স্মরণে শোক সভা বুধবার বিকাল ৫ টায় নলতা ইউনিয়ন আওয়ামী যুবলীগের অফিসে অনুষ্ঠিত হয়। কালিগঞ্জ উপজেলা যুবলীগের আয়োজনে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি নলতা রওজা মোড় থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নলতা হাটখোলা ঘুরে নলতা হাসপাতালের সামনে এসে শেষ হয়। মিছিল শেষে ইউনিয়ন যুবলীগ অফিসে অনুষ্ঠিত শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও তারালী ইউপি চেয়ারম্যান এনামুল ছোট, বিশেষ অতিথি হিসেবে কুশলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইঞ্জিঃ মেহেদি হাসান সুমন, ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বাবু সজল মুখার্জী, নলতা ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্মসাধারণ সম্পাদক হাবিবুর ররহমান হাবু, কালিগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি এবং উপজেলা পরিষদের সম্মানিত ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাজমুল হাসান নাইম, যুগ্মসাধারণ সম্পাদক লক্ষণ কুমার ঘোষ, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সন্দীপ কুমার রায়, সাবেক ক্রীড়া সম্পাদক সুশান্ত বিশ্বাস, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন, নলতা ইউনিয়ন যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফরিদুল হাসান লিটু, কৃষ্ণনগরের সভাপতি ফজলু মেম্বার, সাধারণ সম্পাদক বাবু, ধলবাড়িয়ার সভাপতি মেহেদি হাসান, সাধারণ সম্পাদক কেরামত গাজী, বিষ্ণুপুর সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক বাবু, ভাড়াশিমলার সাধারণ সম্পাদক আলীম হোসেন, তারালী যুবলীগ নেতা গাজী আশরাফুল হোসেন, তারিকুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।