শ্যামনগর

শ্যামনগরের কৈখালীতে অবৈধ বালি উত্তোলনের অভিযোগ

By daily satkhira

August 21, 2019

পলাশ দেবনাথ নুরনগর : শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের কাকরঘাটা এলাকায় প্রশাসনকে ম্যানেজ করে অবৈধ বালি উত্তোলন চলছে। কয়েকদিন ধরে অত্র এলাকার আহাদ আলীর তিন ছেলে আইয়ুর ,জাকির ও ইদ্রীস এর মালিকানাধীন প্রায় দশ শতক একটি জলাশয় ভরাট কাজ অব্যাহত রেখেছে। এছাড়া পাশের আনছার সরদারের ছেলে হাসান ও সাত্তার এর মালিকানাধীন জলাশয় ভরাট কাজ চলছে দেখার কেউ নেই। এলাকাবাসি জানায় তারা প্রশাসনকে ম্যানেজ করায় কাউকে তোয়াক্কা করছে না। এখবর সাংবাদিকরা জানতে পেরে বালি উত্তোলন স্থলে গেলে বালি উত্তোলন কারী মেশিন মালিক সাংবাদিকদের টাকা দিয়ে প্রতিবেদন বন্ধ করার পায়তারা করছিল। অবৈধ বালি উত্তোলনের বিষয় জানতে চাইলে মেশিন মালিক শিবচন্দ্রপুর গ্রামের আনছার আলি সরদার বলেন আমি প্রশাসন ম্যানেজ করে কাজ চালাচ্ছি, আপনারা এসেছেন কিছু খর্চাপাতি নিয়ে যান। আমি এভাবে সর্বত্র প্রশাসনকে ম্যানেজ করে বালি উত্তোলন করে থাকি। এলাকাবাসি বলছে এভাবে যদি ভূগভস্থ বালি উত্তোলন করা হয় তাহলে যে কোন সময় আমরা ভূমি ধ্বসের কবলে পড়তে পারি। এমতাবস্থায় সচেতন মহল মনে করেন অত্র এলাকায় অবৈধ বালি উত্তোলন বন্ধ করতে হলে বালি উত্তোলনের কাজে নিয়োজিত মেশিন জব্দ সহ বালি উত্তোলন কারীর সাজা হওয়া উচিৎ। তারা আরও বলেন উপর লিখিত ব্যক্তিরা বহাল তবিয়তে বালি উত্তোলন চলছে কিন্তু শ্যামনগর উপজেলার কোথাও এমন নজীর নেই যে বালি উত্তোলনের মেশিন জব্দ করা হয়েছে। বিষয়টি নিয়ে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান এর সাথে মোবাইল ফোনে জানতে চাইলে তিনি বলেন বিষয়টি আমি শুনেছে এবং ব্যবস্থা গ্রহন করবো।