জাতীয়

এসপিসিপিডি প্রকল্পের ওয়ার্কশপে বিশেষ অতিথি ডাঃ রুহুল হক

By daily satkhira

August 22, 2019

তোষিকে কাইফু : ইউএনএফপিএ’র অর্থায়নে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় কর্তৃক বাস্তবায়নাধীন এসপিসিপিডি প্রকল্পের আওতায় চেঞ্জিং পপুলেশন ডায়নামিক এন্ড ম্যানেজমেন্ট শীর্ষক ওয়ার্কশপ ২২ আগষ্ট ২০১৯ সকাল সাড়ে ১১টায় জাতীয় সংসদের শপথ কক্ষে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জাতীয় সংসদের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং বাল্যবিবাহ ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ বিষয়ক সাব-কমিটির আহ্বায়ক বেগম মেহের আফরোজ চুমকি এমপি’র সভাপতিত্বে এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী,বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি। অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি  “Maternal Health Protection : Current Situation and Policy Reflection”বিষয়ে বিস্তারিত আলোচনা তুলে ধরেন। আরোও উপস্থিত ছিলেন অরমা দত্ত এমপি, প্রকল্প পরিচালক এম কে কামাল বিল্লাহ, প্লানিং কমিশনের সিনিয়র সচিব অধ্যাপক ডাঃ শামসুল আলম সহ প্রমুখ।