দেবহাটা

কুলিয়ায় ট্রাকভর্তি ৫২ লাখ টাকার চোরাচালানী শাড়ি ও থ্রি-পিচ জব্দ

By Daily Satkhira

March 20, 2017

শেখ তহিদুর রহমান ডাবলু : সাতক্ষীরার কুলিয়া এলাকা ট্রাক ভর্তি ৫১ লাখ ৯২ হাজার ৬’শ টাকার ভারতীয় শাড়ি ও থ্রিপিচসহ বিভিন্ন মালামাল জব্দ করেছে বিজিবি সদস্যরা। সোমবার দুপুরে দেবহাটা উপজেলার কুলিয়া পাকা রাস্তার উপর থেকে উক্ত মালামাল গুলো জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে, ভারতীয় উন্নত মানের ২০০ পিচ শাড়ী, ৮২৩ পিচ থ্রি পিচ, ১৭০ বোতল ফেন্সিডিল, ১৪৪ কেজি চা পাতা, ২৫০ কেজি সুপারী ও একটি বাংলাদেশী ট্রাক। তবে, এ ঘটনায় বিজিবি কোন চোরাকারবারীকে আটক করতে সক্ষম হননি। বিজিবি জানায়, দেবহাটা সীমান্ত এলাকা থেকে ট্রাক ভর্তি বিপুল পরিমাণ ভারতীয় মালামাল আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ৩৮ বিজিবির আওতাধীন বাঁকাল চেক পোষ্টের হাবিলদার মোঃ হাবিবুল্লাহ আল বাকীর নেতৃত্বে একটি টহল দল দেবহাটা উপজেলার কুলিয়া পাকা রাস্তার উপর অভিযান চালায়। এ সময় সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ট্রাকভর্তি ৫১ লাখ ৯২ হাজার ৬’ শ টাকার মালামাল জব্দ করা হয়। উক্ত মালামাল গুলো সাতক্ষীরাস্থ শুল্ক গুদামে জমা করা হয়েছে। বিজিবি ৩৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল আরমান হোসেন পিএসসি এ ঘটনা নিশ্চিত করেছেন। এদিকে, একাধিক নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভক্ত শীর্ষ চোরাকারবারী আলফেরদাউস ওরফে আলফা ও কুলিয়ার মাদক ব্যবসায়ী তুহিন ট্রাক ভর্তি এই ভারতীয় মালামালের মূল পাচারকারী। তাদের ব্যবস্থাপনায় ভারত থেকে অবৈধ পথে সাতক্ষীরার দেবহাটা সীমান্ত এলাকা থেকে রাজধানী ঢাকার দিকে এই মালামালগুলো পাচার করার সময় পথিমধ্যে কুলিয়া এলাকা থেকে বিজিবি সেগুলো জব্দ করেন।