আসাদুজ্জামান: সাতক্ষীরায় বাল্য বিবাহ, যৌন হয়রানি ও ধর্ষনরোধে সচেতনতা মুলক সভা এবং সেনেটারী ন্যাপকিন বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়টির প্রধান শিক্ষক ও জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস,এম আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, স্থানীয় সরকার মন্ত্রানালয়ের সাতক্ষীরাস্থ উপ-পরিচালক শওকাত হোসেন প্রমুখ। আলোচনা সভা শেষে প্রধান অতিথি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০০ জন শিক্ষার্থীর মাঝে সেনেটারি ন্যাপকিন বিতরণ করেন। এরপর বিদ্যালয় চত্বরে ডেঙ্গুর প্রজনন ক্ষেত্র ধ্বংসে জনসচেতনতা বৃদ্ধিতে পথনাটক ও জারিগান প্রদর্শণ করা হয়।