ফিচার

সাতক্ষীরায় কয়েক ঘন্টার মধ্যে ডেঙ্গু আক্রান্ত ২ ব্যক্তির মৃত্যু

By Daily Satkhira

August 23, 2019

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় কয়েকঘন্টার ব্যবধানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সাড়ে ৫টার দিকে ডেঙ্গু আক্রান্ত হয়ে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার শ্রীকলস গ্রামের সিরাজুল ইসলামের মাদ্রাসা পড়ুয়া ছেলে আলমঙ্গীর হোসেন গাজী (১৪) খুলনায় নিয়ে যাওয়ার পথে মারা যায়। তার কয়েক ঘণ্টাপর বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে সাতক্ষীরা সদর হাসপাতাল থেকে খুলনায় নেওয়ার পথে ডুমুরিয়া নামক এলাকায় পৌছানো মাত্র মৃত্যু হয় এক গৃহবধুর। ডেঙ্গুতে মারা যাওয়া গৃহবধু শাহানারা খাতুন (৩৭) সদর উপজেলার ছয়ঘরিয়া গ্রামের খলিলুর রহমানের স্ত্রী। এ নিয়ে কয়েক ঘণ্টার ব্যবধানে সাতক্ষীরায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হলো। সাতক্ষীরার সিভিল সার্জন ডা. আবু শাহীন জানান, ১৮ আগষ্ট ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সাতক্ষীরা সদর হাসপাতালে শাহানারা খাতুন ভর্তি হন। তার অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার রাত ১১ টার দিকে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। খুলনায় নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে। তিনি আরো জানান, সাতক্ষীরা সদর হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে এ পর্যন্ত ২৯২ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।