সাতক্ষীরা

ফিংড়ীতে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা

By daily satkhira

August 23, 2019

আবু ছালেক : শুক্রবার সকাল ৯ টার সময় সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের উত্তর গাভা মন্দির থেকে জন্মাষ্টমী উপলক্ষে এক আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৫ তম শুভ আবির্ভাব তিথি জন্মাষ্টমী ২০১৯ উদযাপন উপলক্ষে ফিংড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুর রহমান কর্তৃক আনুষ্ঠানিক উদ্বোধকের পর, বংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফিড়ী ইউনিয়ন শাখার সভাপতি মহাদেব চন্দ্র ঘোষের সভাপতিত্বে, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ ১৪ নং ফিংড়ী ইউনিয়ন শাখার সাধারন সম্পাদক বাবু বিশ্বজিৎ কুমার বাছাড়ের সার্বিক পরিচালনায় ,আলোচনা সভা শেষে, এক বিশাল শোভাযাত্রা উত্তর গাভা পূজা মন্দির প্রাঙ্গন হইতে বের হয়ে ব্যাংদহা বাজার প্রদক্ষিন করে পূজা মন্দির প্রাঙ্গনে যেয়ে শেষ হয়। শোভাযাত্রায় অংশগ্রহণ করেন ফিংড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুর রহমান, এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহাশ্মশান কমিটির সভাপতি সন্তোষ কুমার দাশ,বীরমুক্তিযোদ্ধা সন্তোষ কুমার দাশ,প্রভাষ চন্দ্র মন্ডল সাধু,কল্যান ঘোষ,কমলেশ সরকার , সমির বাছাড়, অসীম কুমার, সুনীল কুমার শানা, মাস্টার শ্রীকান্ত দাস, মাস্টার কার্তিক চন্দ্র সরকার, জগবন্ধু সরদার,ও দিপক কুমার বিশ্বাস,সহ সনাতন ধর্মের ভক্তদের অংশ গ্রহনে এক বিশাল শোভাযাত্রা। সনাতন ধর্মের ভক্তগণ প্রতিবছর পালন করে সনাতন ধর্মের মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি। এই মহাপুণ্য তিথিতে কংসের কারাগারে বন্দি দেবকী ও বাসুদেবের বেদনাহত কোল আলো করে এসেছিলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। সনাতনধর্মের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, দুষ্টদের দমন আর সজ্জনদের রক্ষার জন্যই আজ থেকে প্রায় সাড়ে পাঁচ হাজার বছর আগে দ্বাপর যুগে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে অবতার ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন।সনাতনদের পন্জিকা মতে, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যখন রোহিণী নক্ষত্রের প্রাধান্য হয়, তখন জন্মাষ্টমী পালিত হয়। উৎসবটি গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসারে প্রতিবছর মধ্য-আগস্ট থেকে মধ্য-সেপ্টেম্বরের মধ্যে কোনো এক সময়ে পড়ে।জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীসহ সারা দেশের বিভিন্ন মন্দিরে পূজা অর্চনা, তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন ও তারকব্রহ্ম নামযজ্ঞেরও আয়োজন করেছে সনাতন সম্প্রদায়।তারই ধারাবাহিকতায় প্রতি বছর ফিংড়ীতে সুষ্ঠু শান্তিপুর্ন ভাবে পালন করা হয় জন্মাষ্টমি।