পলাশ দেবনাথ, নুরনগর : শ্যামনগর উপজেলার নুরনগরে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৫তম জন্মাষ্টমী পালিত হয়েছে। দুষ্টের দমন আর সাধুদের রক্ষার জন্য প্রায় সাড়ে পাঁচ হাজার বছর আগে দ্বাপর যুগে ভগবান বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণ ধরাধামে আবির্ভূত হয়েছিলেন। দিনটি ছিলো ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি। সনাতন ধর্মাবলম্বীরা এই তিথিটিকে ‘জন্মাষ্টমী’ উৎসব হিসেবে পালন করে থাকেন। আজ সারাদেশে ন্যায় নুরনগরের দক্ষিণ হাজিপুর সার্বজনিন রাধা গোবিন্দ মন্দিরের উদ্যেগে আনন্দোৎসবের মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণের আবির্ভাব দিবস ‘জন্মাষ্টমী’ উদযাপিত হয়েছে। বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, পূজা অর্চনা, প্রসাদ বিতরণ ও নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়। শুক্রবার সকাল ৯টায় নুরনগর সনাতন যুব সংঘের উদ্যোগে মন্দির প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা নুরনগরের প্রধান প্রধান সড়ক সহ কাটুনিয়া রাজবাড়ী গোবিন্দ মন্দির প্রদক্ষিণ করে নুরনগর রাধা গোবিন্দ মন্দিরে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় এলাকা ও বাহিরের বিপুল সংখ্যক ভক্ত অংশ গ্রহণ করেন। পুরুষ ভক্তদের সাথে সাথে নারীদের উপস্থিতি ছিল লক্ষনীয়। শোভাযাত্রার প্রাক্কাল থেকে নুরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব বখতিয়ার আহমেদ সহ গ্রাম পুলিশের টিম সাথে থেকে শুষ্ঠ পরিবেশে কোন রকম বিশৃঙ্খলা ছাড়াই শোভাযাত্রাটি সম্পন্ন হয়।