ভিন্ন স্বা‌দের খবর

নজরকাড়া একটি আইস হোটেলের কথা

By Daily Satkhira

March 21, 2017

ভিন্ন স্বাদের সংবাদ : উত্তর সুইডেনের ইয়ুকাসিয়ার্ভি গ্রামে বিশ্বের প্রথম ও সবচেয়ে বড় আইস হোটেল অবস্থিত৷ আবাসিক এই হোটেলটি বরফ আর তুষার দিয়ে তৈরি৷ রুমের তাপমাত্রা থাকে মাইনাস পাঁচ ডিগ্রি সেলসিয়াস৷

হোটেলের ৬৫টি ঘরের প্রতিটি প্রতিবছর আলাদাভাবে ডিজাইন করা হয়৷ বিছানার জাজিম আর বলগা হরিণের চামড়া ছাড়া অন্য সব বরফ কিংবা তুষারের তৈরি৷

ডিসেম্বর থেকে এপ্রিল পর্যন্ত এই হোটেলে রাতে থাকা যায়৷ বাকি সময় অবশ্য একটি অংশ খোলা থাকে৷ সেই সময় সৌরশক্তি দিয়ে রুম ঠান্ডা রাখা হয়৷

প্রতিবছর নভেম্বরের শুরুতে প্রায় একশ’জনের একটি দল হোটেলের অস্থায়ী ঘরগুলো তৈরির কাজ শুরু করে৷ এতে ব্যবহৃত হয় প্রায় ৩৫ হাজার টন বরফ ও তুষার৷ প্রতি মৌসুমে প্রায় ১০০ জন ডিজাইনার ঘরগুলোর জন্য নকশার প্রস্তাব করেন৷

আইসহোটেল তৈরির পরিকল্পনা শুরু ১৯৮৯ সালে৷ বরফশিল্পীরা সেই সময় একটি ‘ইগলু’ অর্থাৎ এস্কিমোদের ঘর তৈরি করেছিলেন, যা পরে বার হিসেবে ব্যবহৃত হয়েছিল৷ পার্টি শেষ করার পর অনেকে ঐ ইগলুতে ঘুমিয়ে পড়েছিলেন৷ সেই থেকে শুরু৷

এই হোটেলে এক রাত থাকার খরচ ২৩০ ইউরো৷ অতিথিরা সাধারণত একটি রাতই ঐ হোটেলে থাকেন৷ ডিজাইনার আনা ওলুন্ডের নকশায় ঐ হোটেলে একটি ঘর সাজানো হয়েছিল৷ তিনি বলেন, ‘‘মানুষ যখন সুইডেনের কথা ভাবে তখন স্টকহোম আর আইসহোটেলের কথা মনে করে৷ এখন অনেক পর্যটক এখানে আসছেন, থাকছেন, কাজও করছেন৷ আমার মনে হয়, এটিই আসলে গুরুত্বপূর্ণ৷”

বাইরের তাপমাত্রা মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াস হলেও হোটেল রুমের তাপমাত্রা রাখা হয় মাইনাস পাঁচ ডিগ্রি৷