সাতক্ষীরা

পলাশপোল সমাজ উন্নয়ন সংস্থার শোক দিবস পালন

By daily satkhira

August 23, 2019

নিজস্ব প্রতিবেদক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকালে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আজহারুল ইসলাম মুকুল। নাগরিক আন্দোলন মঞ্চ, সাতক্ষীরার সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মাসুমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রিয় জাসদের সহ সম্পাদক শেখ ওবায়েদুস সুলতান বাবলু, শফিউল ইসলাম খান, এড. মোফাজ্জেল হোসেন, এড. আসাদুল ইসলাম খান চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মেহেদী আলী সুজয়। উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান, আব্দুল, তাপস, আসাদ, শুকুর আলী, কুরবান আলী, জুম্মান আলী, আবু সাইদ, মিঠু, সজল, অনিক,আশরাফুল প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন বঙ্গবন্ধু ছিলেন বাঙালী মাটি ও মানুষের জন্য নিবেদিত প্রাণ। বঙ্গবন্ধু না হলে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্রের জন্ম হতো না। আমরা পেতাম না লাল সুবজের পতাকা। ১৫ আগস্টে যারা জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল তারাই ২১ আগস্ট শেখ হাসিনার উপর হামলা করেছিল। দ্রুত এসব হত্যাকারীদের দ্রুত ফাঁসির দাবি জানান তিনি।