কলারোয়া

কলারোয়ায় জন্মষ্টমী উৎসবে মুস্তফা লুৎফুল্লাহ এমপি

By daily satkhira

August 23, 2019

কলারোয়া প্রতিনিধি: কলারোয়া পূজা উদযাপন পরিষদের বর্ণাঢ্য আয়োজনে মহাবতার ভগবান শ্রী কৃষ্ণের ৫৩৪৫ তম শুভ আবির্ভাব তিথি উপলক্ষ্যে ‘জন্মষ্ঠমী উৎসব’ উদযাপন করা হয়েছে। শুক্রবার (২৩আগস্ট) পৌরসভাধীন তুলসীডাঙ্গা গোয়ালঘাটা সার্বজনীন পূজা মন্ডপে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ। উদ্বোধন করেন-কলারোয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সিদ্ধেশ্বর চক্রবর্তী। এর আগে মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শুভসূচনার পর অনুষ্ঠানে ভক্তিগীতি ও ভজন কীতর্ন পরিবেশন করেন মুরারীকাটির হরিবাসর সম্প্রদায়ের মাস্টার উত্তম পাল। ভাগবত আলোচনা করেন কপিলমুনির ভক্তিমতি তাপসী দেবীদাসী। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন সাহার সভাপতিত্বে ও যুগ্ন সম্পাদক সন্তোষ কুমার পালের পরিচালনায় আলোচনা অনুষ্ঠানে সাতক্ষীরা ডে-নাইট কলেজের উপাধ্যক্ষ মায়নুল হাসান, নামাচায্য ব্রক্ষ্ম হরিদাস ঠাকুরের জন্মভিটা আশ্রম কমিটির সভাপতি অধ্যাপক কার্ত্তিক চন্দ্র মিত্র, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সন্দীপ রায়, পূজা উদযাপন পরিষদের কোষাধ্যক্ষ রামলাল দত্ত, আনন্দ ঘোষ, রবীন ঘোষ, দিলিপ অধিকারী চান্দু, কাত্তির্ক মন্ডল, সুনিল সাহা, হরেন্দ্রনাথ রায়, পৌর হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক উত্তম ঘোষ, রনজিৎ ঘোষ, উজ্জল দাশ, রবীন্দ্রনাথ ঘোষ মনু, পরিতোষ ঘোষ সোনা, সন্তোষ সরদার, রামপ্রসাদ দাস, জয় দাস, মধুসূদন ঘোষ, গোপাল ঘোষ বাবু, আদিত্য বিশ্বাস সহ বিভিন্ন ইউনিয়নের হাজারো ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বাদ্যযন্ত্র সহকারে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় ও ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।