দেবহাটা

মানবিক মহাসমাজ গড়ে তোলার আহবান জানালেন জেলা জজ শেখ মফিজুর রহমান

By daily satkhira

August 24, 2019

দেবহাটা বু্‌্যরো : শনিবার রোদ – বৃষ্টির আলো ছায়ায় ইছামতীর কোল ঘেঁষে দাঁড়ানো সাতক্ষীরার দেবহাটা উপজেলায় অনুষ্ঠিত হয়েছে জেলা লিগ্যাল এইড কমিটির উপজেলা পর্যায়ে লিগ্যাল এইড বিষয়ে জনসচেতনতা মূলক কর্মশালা। উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল গনি এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান। অতিথি হিসেবে উপস্থিত থেকে আরো বক্তব্য প্রদান করেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম, পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান, সম্মানিত সিভিল সার্জন ডাঃ মোঃ আবু শাহিন, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আবু সাঈদ, দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন, সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড এম শাহ আলম, বিজ্ঞ জিপি সরকার যামিনীকান্ত, বিজ্ঞ পিপি এ্যাড তপন কুমার দাশ প্রমুখ। উন্মুক্ত আলোচনা পর্বে উপস্থিত সকলে লিগ্যাল এইড, বাল্য বিবাহ এবং এডি আর বিষয়ে স্বতঃস্ফূর্ত আলোচনা করেন।এসময় প্রধান অতিথি বলেন, আইন সবার জন্য সমান এবং সবাই আইনের আশ্রয় লাভের অধিকারী – এই সাংবিধানিক বিধান থেকেই লিগ্যাল এইড আইন এর উৎপত্তি। রবীন্দ্রনাথ ঠাকুরের “প্রশ্ন” কবিতার মতো যেন বিচারের বানী নীরবে নির্ভৃতে না কাঁদে এজন্যই লিগ্যাল এইড অফিস, এজন্যই আমরা। আপনারা যেকোন আইনি সমস্যায় আপনাদের আইনি অধিকার প্রয়োগে যেন আমাদের কাছে আসতে পারেন, এজন্যই আজ আমরা আপনাদের কাছে ছুটে এসেছি। অনুষ্ঠানের সভাপতি স্থানীয় উপজেলা চেয়ারম্যান তাঁর উপজেলায় জেলা ও দায়রা জজ মহোদয়কে পেয়ে আবেগে আপ্লুত হয়ে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। উক্ত অনুষ্ঠানে লিগ্যাল এইড আইনের উপর সাধারণ আলোচনা করেন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াসমিন নাহার এবং অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা এবং সঞ্চালনা করেন জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) সালমা আক্তার।