আশাশুনি

প্রধান অতিথি এমপি রুহুল হক : কোদন্ডা স্কুলে পুনর্মিলনী ও সংবর্ধনা ২৩ মার্চ

By Daily Satkhira

March 21, 2017

নিজস্ব প্রতিবেদক : কোদন্ডা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের পুনর্মিলনী ও প্রাক্তণ প্রধান শিক্ষক মনীন্দ্র নাথ বসাকসহ অন্যান্য শিক্ষক বৃন্দের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান হবে। ২৩ মার্চ কোদন্ডা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করেছে কোদন্ডা মাধ্যমিক বিদ্যালয় এলামনাই এসোসিয়েশন। পুনর্মিলনী ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী, সাতক্ষীরা ৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন, সাতক্ষীরা পুলিশ সুপার মো. আলতাফ হোসেন, সাতক্ষীরা সদর হাসপাতালের সিভিল সার্জন ডা. তৌহিদুর রহমান, আশাশুনি উপজেলা চেয়ারম্যান এ বি এম মোস্তাকিম। পুনর্মিলনী ও বিদায় সংবর্ধনা উদ্যাপন পরিষদের আহবায়ক ডা. মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার সুষমা সুলতানা, আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ মো. রুহুল আমিন, আশাশুনি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. শহিদুল ইসলাম পিন্টু, সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষক পর্ষদ সম্পাদক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আবুল কালাম আজাদ, অগ্রণী ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার সাধন চন্দ্র মন্ডল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. রবীন্দ্র নাথ ম-ল, রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার আবু বক্কর ছিদ্দিক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডা. সুশংকর কুমার ম-ল, আশাশুনি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন, সাতক্ষীরা জজ কোর্টের এ্যাড. পংকজ কুমার মল্লিক। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় থাকবেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি সরোয়ার হোসেন ও প্রধান শিক্ষক বৃদ্ধদেব সরকার। অনুষ্ঠান শেষে কষ্ঠশিল্পী নকুল কুমার বিশ্বাসের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করবেন পুনর্মিলনী ও বিদায় সংবর্ধনা উদ্যাপন পরিষদের সদস্য সচিব মৃত্যুঞ্জয় দাশ।