দেবহাটা

দেবহাটায় ওপেন হাউজ ডে অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল

By daily satkhira

August 26, 2019

দেবহাটা ব্যুরো : দেবহাটা থানা পুলিশের আয়োজনে মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় ‌থানা মিলনায়তনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। “পুলিশই জনতা, জনতাই পুলিশ” এই শ্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত উক্ত ওপেন হাউজ ডেতে প্রধান অতিথি ছিলেন কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম জামি। জামিরুল ইসলাম জামি বক্তব্য রাখাকালে বলেন, মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, নারী নির্যাতন, বাল্যবিবাহ, ইভটিজিংসহ সকল অপরাধ নির্মূলে বর্তমান সরকার জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছে। অপরাধ কর্মকান্ড বন্ধে সরকারের সকল আইন-শৃঙ্খলা বাহিনীর মতো পুলিশ বাহিনীও আন্তরিকতার সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ইতোমধ্যেই সাতক্ষীরা থেকে অভিযান চালিয়ে মাদক চক্রের অন্যতম মুল হোতাদের গ্রেপ্তার করেছে পুলিশ। সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলে প্রতিনিয়ত পুলিশের বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। পাশাপাশি বাল্যবিবাহ, নারী নির্যাতন ও ইভটিজিং প্রতিরোধে কাজ করছে পুলিশ। অপরাধীরা যতোই ক্ষমতাধর হোক, তাদেরকে আইনের আওতায় আনতে পুলিশ বাহিনী বদ্ধ পরিকর। তিনি এসময় বক্তব্য রাখাকালে বলেন, অপরাধ সংঘটিত করলে কাউকেই ছাড় দেয়া হবেনা। ওপেন হাউজ ডে’র আলোচনা সভায় দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) উজ্জল কুমার মৈত্র, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক আনোয়ারুল হক, সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর গাজী, পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম। এসময় বক্তব্য রাখেন নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলমগীর হোসেন সাহেব আলী, দেবহাটা উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক বিজয় ঘোষ, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সুমন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক লোকমান কবীর প্রমুখ।