সাতক্ষীরা

সাতক্ষীরায় ৪০ কেজি পঁচা ইলিশ মাছ বিনষ্ট ॥ দুই ব্যবসায়ীকে জরিমানা

By daily satkhira

August 27, 2019

এম. বেলাল হোসাইন : সাতক্ষীরায় পঁচা ইলিশ মাছ বিক্রির অভিযোগে দুই মাছ ব্যবসায়ীকে ৪ হাজার জরিমানা ও প্রায় ৪০ কেজি পঁচা ইলিশ মাছ বিনষ্ট করা হয়েছ। মঙ্গলবার সকালে জেলা ম্যাজিস্ট্রেট এস এম মোস্তফা কামাল মহোদয়ের নির্দেশে সাতক্ষীরা বড় বাজারে পঁচা ইলিশ মাছ বিক্রির অভিযোগে উপর মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বজল মোল্লা। এ সময় পঁচা মাছ বিক্রির অপরাধে দুইজন মাছ বিক্রেতাকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া পঁচা প্রমানিত হওয়ায় প্রায় ৪০ কেজি পঁচা ইলিশ মাটিতে গর্ত করে বিনিষ্ট করা হয়। একইসাথে সব মাছ বিক্রেতাকে পঁচা মাছ যাতে বিক্রি না করে সে ব্যাপারে সর্তক করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বজল মোল্লা বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ সাতক্ষীরা বড় বাজারে অভিযান পরিচালনা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে। অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।