সাতক্ষীরা

সাতক্ষীরায় শ্রমিক মারপিট ॥ প্রতিবাদে জেলার সকল রুটে বাস চলাচল বন্ধ

By daily satkhira

August 27, 2019

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বাস শ্রমিকদের মারপিটের প্রতিবাদে জেলার সকল রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে শ্রমিকরা। সুষ্ঠ সমাধান না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে বলে হুশিয়ারি উচ্চারন করেছেন বাস মালিক সমিতি। এদিকে জেলা ব্যাপি বাস চলাচল বন্ধ হওয়ায় চরম বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টা থেকে জেলার সকল রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে শ্রমিকরা। জেলা বাস মালিক সমিতির সভাপতি সাইফুল করিম সাবু জানান, সাতক্ষীরা আশাশুনি সড়কে পুরাতন সাতক্ষীরা নামকস্থানে ২৬ আগষ্ট বাস নং ৩৩৯ গাড়িটির কন্টাকটার লিটন হোসেনকে মারপিট করে আহত করে স্থানীয় যুবকরা। আজ ২৭ আগষ্ট আবার একই রুটে ৩২৭৬ নং গাড়ির কন্টাকটার আসাদকে ব্যাপক মারপিট করে আহত করে একই এলকার যুবকরা। আহতরা মারাত্মক আহত অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে। তিনি আরও বলেন জেলায় প্রায় সকল রুটে এমন ঘটনা ঘটলেও মালিক সমিতির পক্ষ থেকে অভিযোগ দিলেও আজও পর্যন্ত একটি ঘটনার সুষ্ঠ সমাধান না হওয়ায় শ্রমিকরা এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে বলে তিনি জানান। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।