শ্যামনগর

শ্যামনগরে সন্ত্রাসী হামলায় ব্যবসায়ী আহত

By daily satkhira

August 27, 2019

শ্যামনগর প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের ঔষধ ও ঘের ব্যবসায়ী গোলাম কিবরিয়া সন্ত্রাসীদের হামলায় আহত হয়ে শ্যামনগর হাসপাতালে চিকিৎসাধীন। আহত গোলাম কিবরিয়া পিতা ওয়ালীউল্লাহ মোড়ল জানান, পূর্ব শত্রুতার জের ধরে কয়েকদিন ধরেই বিভিন্নভাবে হরিনগর চুনকুড়ি গ্রামের দাউদ আলী গাজীর পুত্র আব্দুর রহিম ও রহমত আলী বিভিন্ন সময় মৎস্য ঘরের পানি সরানো ও আটল পাতা সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন নানান ভাবে মারধর ও পুলিশি হয়রানির হুমকি প্রদর্শন করেছিল। (২৬ আগস্ট ১৯) সোমবার সকাল ছয়টার দিকে ঘের থেকে বাড়ি ফেরার পথে। একই এলাকার চুনকুড়ি গ্রামের দাউদ আলী গাজীর পুত্র আব্দুর রহিম ও রহমত আলীর নেতৃত্বে সাত-আটজন আটকিয়ে ব্যাপকভাবে এলোপাতাড়ি মারধর করে ঘরের ভেড়িতে ফেলে রাখে কিবরিয়াকে। সে অজ্ঞান হয়ে পড়লে রহমত আলী ও তার লোকজন মারা গেছে মনে করে দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায়। স্থানীয়রা উদ্ধার করে শ্যামনগরে হাসপাতালে ভর্তি করে। শ্যামনগর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, কিবরিয়ার শরিলের বিভিন্ন স্থানে গুরুত্ব আঘাতের চিহ্ন আছে এবং বাম হাতে আঘাতের কারণে থামতে পারে। এক্সরে দেওয়া হয়েছে রিপোর্ট না আসা পর্যন্ত কিছু বলা যাবে না। কিবরিয়ার বাবা আরো জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। শ্যামনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান এ ঘটনার এখনো পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।