শ্যামনগর

নুরনগরের বিভিন্ন রাস্তায় নিয়মনীতি না মেনে চলছে ব্যাটারী ভ্যান

By daily satkhira

August 27, 2019

পলাশ দেবনাথ নুরনগর : শ্যামনগর উপজেলার নুরনগর-শ্যামনগর এবং নুরনগর-কালিগঞ্জ সড়ক সহ ছোট রাস্তা গুলোতে ব্যাটারী চালিত ভ্যান চলছে কোন রকম নিয়মনীতি না মেনেই। মটর সাইকেলের মত পিকআপ মোড়া দিলেই চলে এই ভ্যান, তাইতো প্রচন্ড গতি তাদের। যেমন গতি তেমন ব্রেক কন্ট্রোল না থাকায় দূর্ঘটনা ঘটছে প্রতি নিয়ত। দূর্ঘটনায় একাধিক মানুষের প্রান গেলেও নিয়ন্ত্রিত ভাবে ব্যাটারী চালিত ভ্যান চালাচ্ছেনা বলে অভিযোগ করেছেন অনেকেই। কে শোনে কার কথা, বিগত কয়েক দিন ধরে নুরনগর ব্যাটারী ভ্যান সমিতির সভাপতি আব্দুল গফফার নিজে রাস্তায় দাড়িয়ে সু-শৃঙ্খল ভাবে ব্যাটারী ভ্যান চালানোর কথা বললেও কেহ নাকি কর্নপাত করছে না। এছাড়া ভ্যানের নির্দিষ্ট চালক বসার জায়গা থাকলেও চালক তার স্থানে না বসে পাশে পাড়াংয়ে বসে ভ্যান চালাতে দেখা গেছে। একটি ভ্যানে চার জন যাত্রীর জায়গায় তারা ছয় থেকে আট জন যাত্রী নিয়ে প্রচন্ড গতিতে দাপিয়ে বেড়াচ্ছে উক্ত রাস্তা গুলোতে। অত্র এলাকায় এত বেশি ব্যাটারী ভ্যান চলছে যে রাস্তা যেন তাদের দখলে। কোমল মতি শিশুরা রাস্তা দিয়ে বিদ্যালয়ে যাওয়ার সময় ব্যাটারী ভ্যানে অনেক দূর্ঘটনার খবর প্রতিদিন আমরা পত্রিকার পাতায় দেখলেও ব্যাবস্থা গ্রহনের যেন কেহ নেই। প্রশাসনিক কোন প্রকার বাধা না থাকায় অপ্রাপ্ত বয়সের ছেলেদের ব্যাটারী চালিত ভ্যান চালাতে দেখা যাচ্ছে এখনও। এবিষয়ে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী।