নিজস্ব প্রতিবেদক : পূর্ব শত্রুতার জেরে ব্রহ্মরাজপুর পুজা উৎযাপন কমিটির সভাপতিকে মারপিট ও ৩ লক্ষাধিক টাকার ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় ব্রহ্মরাজপুর বাজারে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নীলিপ কুমার মল্লিক। বক্তব্য রাখেন, ইউপি সদস্য রেজাউল করিম মঙ্গল, আমেনা বেগম, রুহুল কুদ্দুস, সুবির সাহা, কানাই লাল সাহা কানু, সাধন চন্দ্র মল্লিক, তনুপ সাহ, প্রকাশ সাহ প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, ব্রহ্মরাজপুর দূর্গাপুজা উৎপাদন কমিটির সভাপতি ও জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাবেক সড়ক সম্পাদক স্বপন কুমার সাহা গত ২৭ আগস্ট ২০১৯ তারিখ সকাল সাড়ে ৯টার দিকে আড়াই লক্ষ টাকা নিয়ে বাড়ি থেকে মটরসাইকেল যোগে ব্রহ্মরাজপুরে ব্যাংকের উদ্দেশ্যে বের হন। কিন্তু প্রতিমধ্যে অত্র এলাকার মধুসুদন আঢ্য’র পুত্র মৃত্যুঞ্জয় আঢ্য, সঞ্জয় আঢ্য @ সুনু, মৃত বলায় আঢ্য’র পুত্র মধুসুদন আঢ্যসহ ২/৩ জন ব্যক্তি লোহার রড নিয়ে তার গতিরোধ করে। এসময় উল্লেখিত ব্যক্তিরা স্বপন কুমার সাহাকে এলোপাতাড়ী মারপিট করে তার কাছে থাকা আড়াই লক্ষ টাকাসহ গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় এবং মটরসাইকেল ভাংচুর করে তাকে শ^াসরোধ করে হত্যার চেষ্টা চালায়। সে সময় স্বপনে ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে উল্লেখিত ব্যক্তিরা টাকা এবং চেইন নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। এঘটনায় ভুক্তভোগী ব্রহ্মরাজপুর এলাকার মৃত বিজয় কৃষ্ণ সাহার পুত্র স্বপন কুমার সাহা সাতক্ষীরা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। বক্তারা বর্তমান সময়ে টাকা ছিনতাই করে হত্যা চেষ্টার ঘটনা অত্যান্ত ন্যাক্কার জনক উল্লেখ করে উক্ত ঘটনার সাথে জড়িতদের আশু গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান।