সাতক্ষীরা

তুচ্ছ ঘটনায় মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

By daily satkhira

August 29, 2019

নিজস্ব প্রতিনিধি ঃ সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর বাজারের সাহেব বাড়ী মোড়ে বৃহস্পতিবার (২৯ আগষ্ট) সকাল ১১ টায় ব্রহ্মরাজপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে ব্রহ্মরাজপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি স্বপন কুমার সাহার গ্রেফতার ও ব্রহ্মরাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নিলিপ কুমার মল্লিক মাষ্টারের দল থেকে বহিষ্কারের দাবীতে মধুসুদন আঢ্য’র সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে এলাকার সকল শ্রেণি পেশার শত শত মানুষ স্বতঃস্ফুর্ত অংশগ্রহন করে। মানববন্ধনে বক্তব্য রাখেন মকবুল হোসেন, নব কুমার সাধু, নুর ইসলাম গাজী, বিকাশ ঘোষ প্রমূখ। এছাড়া মানববন্ধনে উপস্থিত ছিলেন ব্রহ্মরাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের লোকমান হোসেন, মো. আব্দুল কাদের, আব্দুল কুদ্দুস, ব্রহ্মরাজপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন লিটন, সদর থানা জাতীয় পার্টির নেতা জাহাঙ্গীর হোসেন, ব্রহ্মরাজপুর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শামসুর রহমান সোনা, আনন্দ, বাবু ঘোষ, অঞ্জন ঘোষ নান্টু, খোকন সাহা, মধুসুদন আঢ্য, উদয় বিশ্বাস, মিরান হোসেন প্রমূখ। মানববন্ধনে বক্তারা বলেন, একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপি নেতা স্বপন সাহা ব্রহ্মরাজপুর সাহাপাড়া গ্রামের মধুসূদন আঢ্যের দুই পুত্র জেলা তরুন লীগের সাবেক সহ-সভাপতি মৃত্যুঞ্জয় আঢ্য ও সদর থানা যুবলীগের সাবেক সংস্কৃতিক বিষয়ক সম্পাদক সঞ্জয় আঢ্যের নামে সদর থানায় মিথ্যা অভিযোগ দায়ের করে। আসন্ন দূর্গাপূজার চাঁদা নেওয়াকে কেন্দ্র করে ও জমি-জমা সংক্রান্ত বিরোধে নিয়ে গত মঙ্গলবার (২৭ আগস্ট) স্বপন সাহার সাথে মৃত্যঞ্জয় আঢ্য ও সঞ্জয় আঢ্যের মধ্যে হাতাহাতি সৃষ্টি হয়। এ নিয়ে তাদের বিরুদ্ধে টাকা ও চেইন ছিনতাইয়ের অভিযোগ এনে থানায় একটি মিথ্যা অভিযোগ দেয়। স্বপন সাহা ব্রহ্মরাজপুর সার্বজনীন পূজা মন্ডপ কমিটির সভাপতি হওয়ার সুবাদে ঘটনাটি ভিন্নখাতে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তার এ চেষ্টা কোনদিন সফল হবে না বলে জানান বক্তারা। বক্তারা মানববন্ধনে বিএনপি নেতা স্বপন সাহাকে অবিলম্বে গ্রেফতার ও নিলিপ মাষ্টারকে আওয়ামী লীগ থেকে বহিষ্কারের জোর দাবী জানায়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল ব্রহ্মরাজপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।