খেলা

এবার আর মেসি-রোনালদো নন, উয়েফার বর্ষসেরা ফন ডাইক

By Daily Satkhira

August 29, 2019

খেলার খবর: মেসি গত মৌসুমে ৫১ ম্যাচ খেলে ৫০ গোল করেছেন, অনেক ম্যাচে বার্সেলোনাকে একাই রক্ষা করেছেন তিনি। তাই লা লিগা ও ইউরোপের সর্বোচ্চ গোলদাতার পুরস্কারও পেয়েছেন তিনি। তাই অনেকেই ধারণা করেছিলেন এবার এই পুরস্কার জিতবেন তিনি। না, লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোকে হারিয়ে প্রথমবারের উয়েফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন লিভারপুলের ভার্জিল ফন ডাইক।

তবে ক্রিস্টিয়ানো রোনালদো ও সাদিও মানেকে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেরা ফরোয়ার্ড নির্বাচিত হয়েছেন লিওনেল মেসি। গত আসরে সর্বোচ্চ ১২ গোল করেছিলেন বলে এই পুরস্কার পান আর্জেন্টাইন তারকা।

সেরা মিডফিল্ডার হয়েছেন আয়াক্স থেকে বার্সেলোনায় যাওয়া ফ্রেংকি ডি ইয়ং। সেরা ডিফেন্ডার নির্বাচিত হন লিভারপুলের ভার্জিল ফন ডাইক। আর গোলরক্ষকের পুরস্কার পেয়েছেন লিভারপুলের আলিসন।

চ্যাম্পিয়নস লিগের প্রতিটি পজিশনের সেরা খেলোয়াড় বেছে নিতে প্রতিটির জন্য তিনজনের সংক্ষিপ্ত তালিকা করা হয়ছিল।

চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে খেলা ৩২টি দলের কোচ ও উয়েফায় প্রতিনিধিত্বকারী দেশগুলোর ৫৫ জন সাংবাদিকের ভোটে করা হয় এই তালিকা।