দেবহাটা

সখিপুর বাজারে ও বিভিন্ন দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

By Daily Satkhira

March 21, 2017

ডি এম রেজাউল করিম: উপজেলার সখিপুর বাজারের বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমান আদায় করা হয়েছে। মঙ্গলবার উপজেলার সখিপুর বাজারে অভিযান চালিয়ে বিভিন্ন জুয়েলারিতে, কাঁচা বাজার, মৎস্য বাজার, মাংসের দোকান, বেকারীসহ বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজ আল-আসাদ। অভিযানকালে উপস্থিত ছিলেন জেলা ইনেপেক্টর মেট আব্দুর রকিব, দেবাহাটা থানার এএসআই আল-আমিন হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার বেঞ্চসহকারী রনজীত কুমার, একান্ত অফিস সহায়ক নুর আলম। এসময় ওজনে কম, পণ্যের যথাযথ মুল্য ছাড়া অতিরিক্ত দাম, বিভিন্ন পন্যের গুনাগতমান, প্রয়োজনিয় কাগজপত্র ইত্যাদি দেখা হয়। এদিকে, সখিপুর বাজারের বিভিন্ন জুয়েলারিতে অভিযান চালিয়ে গ্রামের পরিবর্তে ভরিতে বিক্রয়, বৈধ্য কাগজপত্র না দেখাতে পারায় সরদার জুয়েলার্সের মালিক ফারুক হোসেনকে ৫ হাজার টাকা, মাতৃ জুয়েলার্সের মালিক সন্যান মন্ডলকে ১ হাজার টাকা, বিপ্লব জুয়েলার্সের মালিক নিপুলকে ১ হাজার টাকা এবং আপন জুয়েলার্সের মালিক গোপাল কুমারকে ১ হাজার টাকা এবং সুশিলগাতীর দাদা বেকারীর মালিককে ২ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার অভিযান পরিচালনাকালে সকলের উদ্দেশ্যে বলেন, সাধারণ মানুষকে হয়রানি, ওজনে কম, সরকার প্রদত্ত রেটের অতিরিক্ত টাকা আদায়সহ সকল প্রকার অনিয়মের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে। আর অনিয়মকারীরা যেই হোক না কেনো সকলে আইনে চোখে অপরাধী সে তার শাস্তি পাবে। উপজেলা নির্বাহী কর্মকর্তার হঠাৎ এমন অভিযান পরিচালনা করায় জনসাধারণ সাধুবাদ জানায়। এই সাথে এমন অভিযান যেনো নিয়মিত পরিচলনা হয় সে দাবি করা হয়।