কলারোয়া

গ্রামের প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হচ্ছে – মুস্তফা লুৎফুল্লাহ এমপি

By Daily Satkhira

March 21, 2017

কলারোয়া ডেস্ক : কলারোয়ায় বিদ্যুতের আলোয় আলোকিত হলো পাঁচটি গ্রাম। উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নের চিতলা, শাকদহ, শিবানন্দনকাটি, পিছলাপোল, কলাটুপি-এই পাঁচটি গ্রামে পল্লী বিদ্যুৎ সমিতি বৈদ্যুতিক আলো জ্বালালো। মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় তালা-কলারোয়ার সংসদ সদস্য এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই পাঁচটি গ্রামের বিদ্যুতায়নের উদ্বোধন করেন। সাতক্ষীরা জেলা পল্লী বিদ্যুৎ সমিতি বোর্ডের চেয়ারম্যান সাইফুল্লাহ আজাদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এ্যাড.মুস্তফা লুৎফুল্লাহ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের ক্ষেত্রে ডিজিটালে পরিণত হয়েছে। দেশব্যাপী নানা উন্নয়নমূলক কর্মকা- চলছে। এ উপজেলায়ও ব্যাপক উন্নয়ন কাজ করা হচ্ছে। যার অংশ হিসেবে গ্রামের প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হচ্ছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা আ’লীগের উপদেষ্টা ও সাবেক উপজেলা আ.লীগের আহবায়ক সাজেদুর রহমান খান চৌধুরী মজনু, পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার রবীন্দ্র নাথ দাস, ডিজিএম রেজাউল করিম খান, এজিএম স্বপন কুমার পাল, ইউপি চেয়ারম্যান আসলামুল আলম আসলাম, ইউপি চেয়ারম্যান রবিউল হাসান, ইউনিয়ন আ’লীগের সভাপতি রাম প্রসাদ দত্ত, পল্লি বিদ্যুৎ সমিতির এলাকা পরিচালক মিনাজ উদ্দিন, ইউপি সদস্য মশিয়ার রহমান, সাবেক ইউনিয়ন আ’লীগের সভাপতি আবুল হোসেন খান, ইউপি সদস্য লক্ষণ চন্দ্র দে প্রমুখ। উল্লেখ্য-উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নের চিতলা, শাকদহ, শিবানন্দনকাটি, পিছলাপোল, কলাটুপি-এই পাঁচটি গ্রামের ৬শ’২১জন পরিবার বিদ্যুতের আলোয় আলোকিত হয়েছে।