খেলা

র‍্যাংকিংয়ে ছয়ে ওঠার সুযোগ বাংলাদেশের

By Daily Satkhira

March 22, 2017

আগামী ২৫ মার্চ থেকে শুরু হবে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। আর এই সিরিজে লঙ্কানদের হোয়াইটওয়াশ করতে পারলেই র‍্যাংকিংয়ের ছয়ে চলে যাবে বাংলাদেশ। আর সাতে নেমে যাবে স্বাগতিক শ্রীলঙ্কা।

বর্তমানে আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ে ৯১ রেটিং নিয়ে বাংলাদেশের অবস্থান সাতে। ৯৮ রেটিং নিয়ে ছয়ে অবস্থান করছে শ্রীলঙ্কা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি ২-১ ব্যবধানে জিতলে বাংলাদেশের রেটিং পয়েন্ট বেড়ে দাঁড়াবে ৯৩। শ্রীলঙ্কার রেটিং এক কমে গিয়ে হবে ৯৭। তাতে খুব একটা লাভ বা ক্ষতি হবে না কারোই।

কিন্তু ৩-০ ব্যবধানে সিরিজ জিতলে অর্থাৎ লঙ্কানদের হোয়াইটওয়াশ করলে ছয়ে উঠে যাবে বাংলাদেশ। শ্রীলঙ্কা নেমে যাবে সাতে। তবে শ্রীলঙ্কা যদি ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় তাহলে শ্রীলঙ্কার রেটিং এক বেড়ে হবে ৯৯। তবে বাংলাদেশের রেটিং ৯১ থাকবে। তাতেও পয়েন্ট টেবিলে নিজ অবস্থান থেকে নড়ছে না কেউ।

আর টাইগাররা যদি হোয়াইটওয়াশ হয় তাহলে তিন রেটিং হারাবে। ফলে মাশরাফিদের রেটিং হবে ৮৮। এতে লাভ হবে পাকিস্তানের। ৮৯ রেটিং নিয়ে তারা চলে যাবে সাতে আর বাংলাদেশ নেমে আসবে আটে। শ্রীলঙ্কা রেটিংয়ে এগিয়ে যাবে আরও।