গাজী আল ইমরান, শ্যামনগর : ‘পানি ও বর্জ্য পানি’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে আজ শ্যামনগরে পালিত হলো বিশ পানি দিবস। বুধবার সকাল ৯ টায় উপজেলা প্রশাসন ,বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীরা সন্মিলিতভাবে উপজেলা চত্ত্বর থেকে এক বর্ণ্যাঢ্য র্যালি বের করে। র্যলিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা চত্ত্বরে এসে শেষ হয়।র্যালি শেষে উপজেলা চত্ত্বরে অংশি জনের বৈঠক খানায় পানির গুরুত্ব নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এ সময় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সায়েদ মোঃ মনজুর আলম,তিনি তার বক্তব্যে দেশের বিভিন্ন অঞ্চলের পানি এবং পানির গুরুত্ব বিষয়ে আলোচনা করেন।এ ছাড়া তিনি আরো বলেন বৈশ্বিক অর্থনীতিতে বর্জ্য পানিকে একটি মূল্যবান সম্পদ হিসেবে মনে করা হয়। পানির উপর গুরুত্ব দিতে এবং পানির সঠিক ব্যবহার সম্পর্কে মানুষকে সচেতন করতে তরুনদের প্রতি আহোবান জানান তিনি।বর্জ্য পানির নিরাপদ ব্যবস্থাপনা মানবস্বাস্থ্য, পরিবেশ-প্রতিবেশ, জীববৈচিত্র্য ও বাস্তুসংস্থানের জন্য একটি সঠিক বিনিয়োগ বলে মনে করেন তিনি।উপজেলা প্রশাসনের আয়োজনে , বাংলাদেশ পানি উন্নয়নের বোর্ডের বাস্তবায়নে এবং বেসরকারি উন্ন্য়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিক, সুশীলন, কনসার্ন ওয়াল্ড ওয়াইড, ওয়াল্ডর্ ভিশন এর সহযোগিতায় এ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বারসিক শ্যামনগর রিসোর্স সেন্টারের এলাকা সমন্ময়কারী পার্থ সারথী পাল সহ বিভিন্ন সেরকারি উন্নয়ন প্রতিষ্ঠানের কর্মকর্তবৃন্দ।আলোচনা সভা শেষে বিশ্ব পানি দিবস উপলক্ষে গত সোমবার অনুষ্ঠিত রচনা প্রতিযোগিতার প্রতিযোগিদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সুশীলনের প্রকল্প ব্যাবস্থাপক সৈয়দ মনিবুল হাসান।