সাতক্ষীরা

গোদাঘাটা প্রাইমারী স্কুলে কমিটি গঠনে অনিয়মের অভিযোগ

By daily satkhira

September 03, 2019

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার গোদাঘাটা প্রাইমারী স্কুলে ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ উঠেছে স্কুলের প্রধান শিক্ষক লক্ষণ রায়ের বিরুদ্ধে। অভিভাবকরা জানান গোদাঘাটা স্কুলের প্রধান শিক্ষক লক্ষন রায় পূর্বে ম্যানেজিং কমিটি বিলুপ্ত না করে ও নির্বাচন বিহীন গত মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকালে ওই স্কুলের বহিরাগত অভিভাবকদের উপস্থিততে মনগড়া অভিভাবক সদস্য কমিটি গঠন করে বলে অভিযোগ করেন অভিভাবকরা। আরো জানান স্কুলের ম্যানেজিং কমিটি করতে হলে পূর্বে কমিটি ৩ মাস আগে কমিটি ভেঙ্গে দিয়ে নতুন কমিটি করা জন্য এলাকায় মাইকিং করতে হয়, অভিভাবকদের মাঝে চিঠি দিতে হয়। কিন্তু স্কুলের প্রধান শিক্ষক লক্ষন রায় এলাকায় মাইকিং করেনি এবং অভিভাবকদের কাছে কোনো চিঠি করেনি ও পূর্বে কমিটি বিলুপ্ত করেনি। তবে লোক দেখানো পূর্বে কমিটির কয়েকজন অভিভাবক সদস্য কাছে চিঠি দিলেও বেশিভাগ অভিভাবক সদস্যরা চিঠি পায়নি বলে জানান । এসব নীতিমালা কোনো তোয়াক্কা না করে ওই প্রধান শিক্ষক গত মঙ্গলবার গোপনে বহিরাগত অভিভাবকদের ডেকে নিয়ে স্কুলের ম্যানেজিং কমিটি গঠন করেছেন বলে অভিযোগ করেন অভিভাবকরা। অভিযোগ করে আরো বলেন স্কুলের অভিভাবক সদস্য শ্রীপুর এলাকার মৃত সুলতানের ছেলে শাহাজান আলি, তরিকুলের স্ত্রী শিল্পী, গোদাঘাটার হোসেন আলির ছেলে মনিরুল ও আব্দুল আলিমের স্ত্রী হাফিজা খাতুন ব্যক্তিরা স্কুলের ম্যানেজিং কমিটি গঠনের বিষয়ে জানতে পেরে কমিটিতে সদস্য হইবার জন্য এই ৪জন অভিভাবকরা গত ২৪ আগস্ট মাসে স্কুলের প্রধান শিক্ষকের বরাবর আবেদন করেন। কিন্তু আবেদনকারী ব্যক্তিদেরও না জানিয়ে গোপনে বহিরাগত অভিভাবকদের বাড়ি বাড়ি গিয়ে তাদের কাছ থেকে সাক্ষর নিয়ে ও তাদের স্কুলে ডেকে কমিটি গঠন করেছেন ওই প্রধান শিক্ষক লক্ষন রায। এছাড়া ওই স্কুলের প্রধান লক্ষন রায় স্কুল শিক্ষার্থীদের কাছ থেকে প্রতিমাসে ৫ টাকা করে নেয় বলে অভিযোগ। মনগড়া কমিটি না করার জন্য সংশ্লিষ্টদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন অভিভাবকরা।