আশাশুনি

আশাশুনিতে নারী ও শিশু ধর্ষণ বন্ধের দাবিতে মানববন্ধন

By daily satkhira

September 03, 2019

আশাশুনি ব্যুরো: আশাশুনিতে নারী ও শিশু ধর্ষণ বন্ধ ও ন্যায় বিচারের দাবীতে মানববন্ধন ও সমাবেশ করেছে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। মঙ্গলবার সকালে জনতা ব্যাংক মোড়ে মানববন্ধনে জনপ্রতিনিধি, পুলিশ প্রশাসন, শিক্ষক, সাংবাদিক, স্থানীয় এনজিও প্রতিনিধি ও স্কুল-কলেজের শিক্ষার্থীবৃন্দের অংশগ্রহনে সভায় বক্তাগন নারীদের প্রতি সহিংসতা বন্ধ করতে মাদক, নাশকতা ও বখাটেদের ভেতর সচেতনতা সৃষ্টি করে প্রতিরোধের ব্যবস্থা করে নারী-শিশু নির্যাতনের মত জঘন্য কাজ থেকে সমাজের সর্বস্তরের লোকজনকে বিরত থাকার আহ্বান জানানো সহ নির্যাতনের শিকার নারী শিশুদের ন্যায় বিচারের দাবি জানান। উপজেলা আওয়ামীলীগের সহ- সভাপতি মোল্যা রফিকুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ আব্দুস সালাম। আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চুর পরিচালনায় এসময় সদর ইউপি চেয়ারম্যান সম সেলিম রেজা মিলন, অধ্যাপক সুবোধ চক্রবর্তী, সুশীল কুমার মন্ডল, মহিলা আওয়ামীলীগের সভানেত্রী তহমিনা রহিম, সম্পাদিকা শিক্ষক সেলিনা আক্তার সেলু, প্রধান শিক্ষক কামরুন্নাহার কচি, পাথেয় পরিচালক পারভীন সুলতানা লিপি, প্রদর্শক ইয়াহিয়া ইকবাল প্রমুখ বক্তব্য রাখেন।