সাতক্ষীরা

সাতক্ষীরায় বিশ্ব পানি দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

By Daily Satkhira

March 22, 2017

আসাদুজ্জামান : “নদ-নদী, খালে বিলে দূষণ চলে যদি, জনগনের দুঃখ তাতে বাড়বে নিরবধি” এই পতিপাদ্যকে সামনে রেখে বিশ^ পানি দিবস উপলক্ষ্যে সাতক্ষীরায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বুধবার সকাল ১০টায় সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড থেকে একটি র‌্যলি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বেলা ১১ টায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক এ,এফ, এম এহতেশামূল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মেরিনা আকতার, নির্বাহী প্রকৌশলী সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী অপূর্ব কুমার ভৌমিক, পানি উন্নয়ন বোর্ড বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী বিভাগ-১ এর বি,এম আব্দুল মোমিন প্রমূখ। বক্তারা বলেন, পানির অপর নাম জীবন। কোন প্রানী ও গাছপালাই পানি ছাড়া বেঁচে থাকতে পারেনা। বৃষ্টির অভাবে খরা হয়, নদীতে প্রবাহ থাকে না। তাই আমাদের পানির অপব্যবহার রোধ করতে হবে। এর জন্য সকলকে সচেতন করতে হবে।