নিজস্ব প্রতিনিধি ঃ নাশকতার মামলার আসামী মারুফ বিল্লাহকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে তাকে তার নিজ বাড়ি সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের ইন্দ্রনগর গ্রাম থেকে আটক করা হয়। আটককৃত মারুফ বিল্লাহ’র বাবার নাম মাওলানা আকবর আলী। তিনি ইন্দ্রনগর মাদ্রাসার আরবী প্রভাষক। স্থানীয়রা জানান, ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময়ে পাকিস্থানী হানাদার বাহিনীর সহযোগী, রাজাকার বাহিনীর নেতৃত্বদানকারী, মানবতাবিরোধী ও নাশকতার দায়ে দীর্ঘ কয়েক বছর ধরে পলাতক রয়েছেন মাওলান আকবর আলী। তার মেঝ ছেলে মারুফ বিল্লাহ’র বিরুদ্ধে নাশকতা, গাছ কাটা, পুলিশের গাড়িতে বোমা নিক্ষেপসহ কমপক্ষে ১০টি মামলা রয়েছে। মারুফ বিল্লাহ’র বিরুদ্ধে সরকারি কর্মকর্তা ও কমিটির সদস্যদের সিল-স্বাক্ষর জালিয়াতি করে ইন্দ্রনগর হুসাইনাবাদ ফাজিল মাদ্রাসার ২০০৪ সালের আসল রেজুলেশন খাতা গায়েব করে নকল রেজুলেশন খাতা তৈরি করে উপধ্যক্ষ পদে ভূয়া রেজুলেশন লিপিবদ্ধ করার অভিযোগ রয়েছে। কালিগঞ্জ থানার উপপরিদর্শক অনুপ কুমার দাশ জানান, মঙ্গলবার রাতে তাকে তার বাড়ি থেকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।