বিদেশের খবর: আফগান তালেবানের সঙ্গে আলোচনা চলছে যুক্তরাষ্ট্রের। আর এর মধ্যেই দেশটির রাজধানী কাবুলের কেন্দ্রস্থলে বৃহস্পতিবার বড় ধরনের আত্মঘাতী হামলা চালিয়েছে তালেবান। এখন পর্যন্ত এই হামলায় ১০ জনের নিহতের খবর মিলেছে। এতে আহত হয়েছে ৪০ জনেরও বেশি। বিস্ফোরণস্থলের কাছেই ন্যাটোর সদর দপ্তর ও মার্কিন দূতাবাস অবস্থিত। এই হামলার দায় স্বীকার করেছে তালেবান।
জানা গেছে, বিস্ফোরণস্থলের আশপাশে কয়েকটি দোকান ও বাড়িও ভেঙে পড়েছে।
আফগান স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের মুখপাত্র নুসরত রাহিমি বলেন, আহত ৪২ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরণের ভিডিও ফুটেজ পোস্ট করা হয়েছে। তাতে দেখা যায়, বিস্ফোরণের তীব্রতায় কয়েকটি গাড়ি টুকরো টুকরো হয়ে গেছে। আশপাশের দোকানগুলির দেওয়ালও ধসে পড়েছে।
একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, শহরের ব্যস্ত রাস্তায় তখন শত শত লোক চলাচল করছিলেন। এমন সময় সেখানে আত্মঘাতী বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের সময় ওই রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন বিসমিল্লা আহমেদ নামে এক ব্যক্তি।
তিনি বলেন, বোমা ফাটার পরে আমার গাড়ির কাচ ভেঙে চূর্ণবিচূর্ণ হয়ে যায়। আমি নিজেও অল্প আঘাত পেয়েছি।
এর আগে সোমবার কাবুলে ট্রাক বোমা বিস্ফোরণ ঘটায় তালেবান। শহরের যে অঞ্চলে বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের অফিসা অবস্থিত তার কাছেই বিস্ফোরণ ঘটে। সে ঘটনায় অন্তত ১৬ জন নিহত হন। আহত হন ১০০ জনের বেশি।
সূত্র : দ্য ওয়াল, গার্ডিয়ান