প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরার বর্জ্য ব্যবস্থাপনা ও ড্রেনেজ সিস্টেম উন্নত করা, প্রাণ সায়র খালের প্রকৃত সীমানা নির্ধারণ করে দু’ধারের অবৈধ স্থাপনা উচ্ছেদ পূর্বক খাল খনন করে শহরের পানি নিষ্কাশনের সকল প্রতিবন্ধকতা দূর করা, জলাবদ্ধতা দূরীকরণে অবৈধ মৎস্য ঘেরের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ এবং পানি নিষ্কাশনের সকল খাল উন্মুক্ত করার দাবিতে সাতক্ষীরা শহরের ইটাগাছা হাটের মোড়ে বৃহস্পতিবার রাত ৮:৩০ টায় নাগরিক আন্দোলন মঞ্চ, সাতক্ষীরার আয়োজনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
নাগরিক আন্দোলন মঞ্চ, সাতক্ষীরার সভাপতি অ্যাডভোকেট ফাহিমুল হক কিসলুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মাসুমের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি অ্যাডভোকেট ওসমান গনি, যুগ্ম সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলী, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট সালাউদ্দিন ইকবাল লোদী প্রমুখ।