খেলা

মাশরাফির তাণ্ডবে জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ

By Daily Satkhira

March 22, 2017

স্পোর্টস করেসপন্ডেন্ট: শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের পূর্বে একমাত্র প্রস্তুতি ম্যাচে বাংলাদেশকে ৩৫৫ রানের বিশাল টার্গেট ছুঁড়ে দিয়ে ছিল শ্রীলংকা প্রেসিডেন্ট একাদশ। রানের পাহাড় মাথায় নিয়ে ব্যাট করতে নেমে দুই ওপেনার সৌম সরকার ও ইমরুল কায়েস। কিন্তু প্রথম বলেই উইকেট হারাতে হয় সফরকারিদের।

লঙ্কান পেসার বিনুরা ফার্নান্দোর বলে ফরোয়ার্ড ডিফেন্স করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন ইমরুল কায়েস। শূন্য হাতে ফিরেন তিনি। তবে ইমরুলের বিদায়ে কিছুটা চাপে পড়লেও সৌম-সাব্বিরের ঝড়ো ব্যাটিংয়ে অনেকটাই এগিয়ে যায় বাংলাদেশ দল। ১১৬ রানের দারুণ এক জুটি গড়ে দুই জনে। তবে মাত্র ৩ রানের আক্ষেপ নিয়ে ফিরতে হয় সৌম্যকে। সিরিবর্ধানার বলে শানাকার হাতে তালুবন্দি হলে সৌম্যের ৪৭ রান করে ফিরতে হয় তাকে। সৌম্যর বিদায়ের পর ক্রিজে থিতু হতে পারেননি সাব্বিরও। চতুরঙ্গা ডি সিলভার বলে থিসারা পেরেরার হাতে ক্যাচ হয়ে সাজঘরে ফেরেন সাব্বির। সাজঘরে ফেরার আগে ৬৩ বলে ১১ চার ও ১ ছক্কায় ৭২ রানের ইনিংস খেলেন হার্ডহিটার এ ব্যাটসম্যান।

টেস্ট দলপতি মুশফিকুর রহিমের ব্যাটে কিছুটা প্রতিরোধের চেষ্টা করলেও ব্যক্তিগত ২০ রানের সময় সিলভার বলে শানাকার হাতে ধরা পড়েন তিনি। তবে মুশফিকের বিদায়ে কিছুটা হোছট খেলেও মাহমুদউল্লাহর সঙ্গে জুটি বেঁধে দলকে অনেক এগিয়ে নিয়ে যান মোসাদ্দেক। তবে ফিফটির পর ফেরেন মোসাদ্দেক। এর এক ওভার বিরতিতে শুভাগত হোমকেও হারায় বাংলাদেশ।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪৬ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩০৭ রান। ক্রিজে আছেন মুর্তজা (৪৯) ও মাহমুদউল্লাহ্ (৪৫)।