নিজস্ব প্রতিনিধি : এনটিভির জনপ্রিয় রিয়েলিটি শো মার্সেল প্রেজেন্ট ‘হা-শো সিজন ৫’ এর জন্য সাতক্ষীরার ইয়াসির আবিদ সজল ও মোঃ রেজওয়ান উল্লাহ নির্বাচিত হয়েছেন। ৪ সেপ্টেম্বর (বুধবার) খুলনা শিল্পকলা একাডেমিতে অডিশন দিয়ে শতাধিক প্রতিযোগীর মধ্য থেকে উত্তীর্ণ হয় সজল ও রেজওয়ান। ইয়াসির আবিদ সজলের জন্মস্থান সাতক্ষীরা জেলার আশাশুনি থানার দাদপুর গ্রামে। কিন্তু সে এখন পরিবার সহ সাতক্ষীরা মুন্সিপাড়ায় বসবাস করেন। ছোটবেলা থেকে অভিনয়ের প্রতি আগ্রহ তার। তাই মাধ্যমিক পাস করেই যোগ দেন সাতক্ষীরা শিল্পকলা একাডেমির রেপাটারী নাট্যদলে। এখন তিনি আরাধনা একাডেমির নাট্য বিভাগের নাট্যকর্মী। এছাড়া তিনি অনেক দিন ধরে স্টান্ড আপ কমেডি চর্চা করেন। বর্তমানে সে সাতক্ষীরা সরকারী কলেজে হিসাব বিঞ্জান বিভাগে অনার্স চতুর্থ বর্ষে পড়াশুনা করছেন। হা-শো নিয়ে পরিকল্পা সম্পর্কে জানতে চাইলে সজল বলেন,“নিঃসন্দেহে হা-শো আমার জন্য অনেক বড় একটা প্লাটফর্ম। এখন আপাতত একটাই লক্ষ্য যেন এই প্লাটফর্মে দাড়িয়ে সবাই কে ভাল কিছু উপহার দিতে পারি। আমি হাসতে ভালবাসি, হাসাতে ভালবাসি। হা-শো এর মঞ্চে এই কাজটাই ভাল ভাবে করতে চাই” সাতক্ষীরা থেকে নির্বাচিত অপর প্রতিযোগী হলেন সাতক্ষীরা সদর থানার পলাশপোল গ্রামের মোঃ রেজওয়ান উল্লাহ। অনেক দিন ধরে চর্চা করে তিনি রপ্ত করেছেন স্টান্ড অপ কমেডি। স্থানীয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে কৌতুক পরিবেশন করে এলাকায় জনপ্রিয়তা ও পেয়েছেন তিনি। বর্তমানে সে সাতক্ষীরা সরকারী কলেজের মস্টার্স কোর্সে অধ্যায়নরত আছেন। রেজওয়ান উল্লাহ জানান,“ ভাল পারফর্মেন্স করে জন্মস্থানের মান রাখতে চাই। নিজের সেরাটা দিয়ে অনেক দূর এগিয়ে যেতে চাই” তারা দুই জনই সাতক্ষীরাবাসী সহ দেশবাসীর কাছে দোয়া প্রার্থী।
বিঃদ্র- সারাদেশ থেকে অডিশনের মাধ্যমে সেরা ৪০ জন প্রতিযোগীকে নিয়ে শুরু হবে মার্সেল প্রেজেন্ট হা-শো সিজেন ৫। যা শিঘ্রই প্রচারিত হবে এনটিভিতে।